৭ই মার্চের ভাষণ

একটি ভাষণ বজ্রকণ্ঠে
ধ্বনিত হলো আজ
কিশোর, যুবা, বৃদ্ধ সবাই
ছুটলো ফেলে কাজ।

নিমিষেই তা ছড়িয়ে গেল
শহর, বন্দর, গ্রাম
সবার মুখে একটিই রব
শেখ মুজিবের নাম।

একটি কণ্ঠ কোটি কণ্ঠে
হলো যে রুপান্তর
স্বাধীন স্বাধীন বলে সবার
জাগলো রে অন্তর।

সেই ভাষণটা বিশ্বজুড়ে
ফেলে দিলো সাড়া
স্বাধীন নামের শুকপাখিটা
ধরতে পাগলপারা।

1 thought on “৭ই মার্চের ভাষণ

  1. ভাষণটা বিশ্বজুড়ে
    ফেলে দিলো সাড়া
    স্বাধীন নামের শুকপাখিটা ধরতে পাগলপারা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।