বধির জলের মুখ

এখন আমরা সবাই শামুক অথবা ঝিনুক
হাত নেই, পা নেই, মুখ নেই..তীর নেই, নেই ধনুক;
আছে কেবল শামুকের মতো, ঝিনুকের মতো
শক্ত খোলসবন্দী পিঠ আর মৃতপ্রায় বুক!

যে বুকে কবরের মতো সুনশান নীরবতা আছে
আছে দীঘল দীঘির বন্দিজল.. যেখানে জমাট
আছে কেবল অপরিশোধিত কালের কোলাহল…
তবুও কোনো সাড়া নেই, নেই কোনো আওয়াজ;
কেবল প্রান্তরে প্রান্তরে শোনা যায় লোনাজলের
অলীক কুচকাওয়াজ!

এভাবেই চলুক… চলতে থাকুক মৃতপ্রায় নদী
পথের উপর চাপা পড়তে থাকুক পথের দাবী…
নিয়ত আর নিয়তি কোনোকালে কখনও এক
হয় যদি… সেদিন আমিও আরশিতে দেখবো
বধির জলের মুখ…
যেখানে একদিন মুখ থুবড়ে পড়েছিলো
অগণিত পাঠকের মৃতপ্রায় বুকের ধুঁকধুক..!!

1 thought on “বধির জলের মুখ

  1. যেখানে জমাট –
    আছে কেবল অপরিশোধিত কালের কোলাহল…
    তবুও কোনো সাড়া নেই, নেই কোনো আওয়াজ; https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।