বৃত্তের বাইরে

যা কিছু নশ্বর তাতেই আমি বারবার নিজেকে খুঁজি
উদয়াস্ত, তাতেই আমি — তাতেই আমার সমস্ত জীবন চক্র;
অথচ–কতো সহজেই দিন রাতকে পরিত্যাগ
করে যায়…. এই যেমন
কতো সহজেই রাত দিনকে পরিত্যাগ করে যায়!

তবুও আমি কেবল পারি না আমাকে ছেড়ে যেতে
আমি কেবল পারি না বৃত্তের বাইরে পা ফেলতে
আমি কেবল পারি না নিয়ন্ত্রণ রেখা ছুঁড়ে ফেলতে!
অথচ আমি কতো কিছু জানি—-
জন্মবেলা যেমন জানি, তেমনি জানি মৃত্যুবেলাও
জন্ম এবং মৃত্যুর সন্ধিক্ষণে এই উপত্যকা তাও !!

তবুও আমি মান কিনি, আত্মসম্মান কিনি..
যতটা পারি কুঁড়িয়ে নিই সম্পদ, নারী আর সম্পত্তি
জানি এরা কেউ আমাকে আটকাতে পারবে না
এরা কোনোদিন আটকাতে পারবে বা বিপত্তি!
তবুও এই নকল আমি কতোকিছু বুঝি নামি-দামি
কেবলই বুঝতে চাই না বৃত্তের বাইরের কে আমি..!!

2 thoughts on “বৃত্তের বাইরে

  1. কতো সহজেই রাত দিনকে পরিত্যাগ করে যায়!

     

    খুব সুন্দর প্রিয় জসিম ভাই

  2. এই নকল আমি কতোকিছু বুঝি নামি-দামি
    কেবলই বুঝতে চাই না বৃত্তের বাইরের কে আমি..!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।