একটি ভালো থাকার গল্প

শিশুরা আছাড় খেতে খেতে হাঁটতে শিখে
আমি হাঁটতে হাঁটতে আছাড় খেতে শিখেছি
পাথর্ক্য কেবল সীমাহীন সময় অথবা অসময়!

তবু এখনও পাথরের উপর বেনিয়া রাস্তার
ল্যাম্পপোষ্টের নিচে দাঁড়িয়ে আছি….
কখনো ভগ্নাংশ মানুষ আবার কখনও শিম্পাঞ্জি!

আমার কাছে এই দাঁড়িয়ে থাকাও কম কিছু নয়
অতিকায় হস্তিও বরই গাছে ভয় পায়
বিশালাক্ষি তালগাছ সেও…..
আমি তো সেই তুলনায় ঢের ঢের ভালো আছি!

এই ভালো থাকা নিয়ে বেশ কিছু মহাকাব্য
হতে পারে, হতে পারে কিছু জীবন্ত উপন্যাস,
ইদানিং আমার কাছে নগদ আলোকেই আঁধার
ঠাহর হয় —সবখানে পোকামাকড়ের চাষ
বুঝতে পারিনা কে করলো আমার এই সর্বনাশ?

2 thoughts on “একটি ভালো থাকার গল্প

মন্তব্য প্রধান বন্ধ আছে।