খুটখুট করে করে ঠোকরে ঠোকরে খায় পাখিদের
জোড়া ঠোঁট..ঘুঁটঘুঁটে আঁধার অথবা অলৌকিক
আলোতে কখনও খায় একলা আবার কখনও হয়
জোট; তাবত পৃথিবীর সবাই জানে…ওরা কী খায়
আর কী কী ফেলে যায়…চোট আর গণভোট!
ওরা খায় নতুন-পুরাতন সব দাগ, সুসময়ের অগ্রভাগ;
তবু সূঁচালো কাল ওদেরও হিসাব কষে সকাল-বিকাল,
একদিন বিলুপ্ত হয় পৈশাচিক ধ্বনি..আজকে যার
সবে বৃহস্পতিবার আগামীকালই হতে পারে শনি!
তবুও আমরা খুব কমই মনে রাখি অর্জুনের ছাল,
হাঁটিহাঁটি পা পা করে বাড়-বাড়ন্ত দেখি করোনাকাল..
আবারও আসছে মহিয়সী শীত; কোকিল পাখির
জোড়া ঠোঁট আবারও গাইবে… লকলকে জিবের..
একদা আসন্ন বসন্তের আগমনী রাগসংগীত….!!
আসছে মহিয়সী শীত; কোকিল পাখির
জোড়া ঠোঁট আবারও গাইবে… লকলকে জিবের..
একদা আসন্ন বসন্তের আগমনী রাগসংগীত….!!