কবিতার কথা

একদা নিস্তব্ধ রাত্রির কাছে কাদঁতে শিখেছি
কত শামুকের পা সেদেঁছি, কত ঝিনুকে পা কেটেছি
তবুও একটা কবিতা লিখতে পারিনি!
অথচ একদিন শতরুপে ভালোবাসা এসেছিলো
যাত্রীর ভিড়ে নৌকোয় আমার ঠাঁয় হয়নি
এখন হাজার রুপে রুপালি ভালোবাসা আসলেও
আমার কোনো পরওয়া নেই.. কেননা
এখন আমি কবি নই, পথের মাঝেই পথ খুঁজি।

এখন আমি অন্ধকারে ডুবসাঁতরে হাঁটতে থাকি
যেদিকে কোনো জনমানুষ নেই সেদিকে
যে চাঁদ একবার কলংকে মরেছে,
সেই চাঁদের আর কলংকের এতো ভয় কী!
মাঝে-সাজে উঠোনে রোদ্দুর দেখে হেসে উঠি
আচানক পিপীলিকার মতো কেউ চেপে ধরে টুটি!
তবুও নাবালক ব্যাঙ এর মতো বৃষ্টিতে ছাতা খুঁজি
তবুও ভালোবাসা বলতে কবিতাকেই বুঝি…!!

1 thought on “কবিতার কথা

  1. হাজার রুপে রুপালি ভালোবাসা আসলেও
    আমার কোনো পরওয়া নেই.. কেননা
    এখন আমি কবি নই, পথের মাঝেই পথ খুঁজি।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।