বৃত্তরেখা

বৃত্তের বাইরে আসতে কড়িকাঠ পুড়িয়েছি
ঘোলা করেছি কতো কতো জল
পরিণামে কিছুমাত্রও ভয় পাইনি
তবুও ক্ষণে ক্ষণে বেড়েছে কেবল সাধের অনল!

কবিতার হাত ধরে চায়ের স্টলে উড়িয়েছি ঘুড়ি
তবুও ধোঁয়ার আস্তর ভেদ করে হয়েছে মন চুরি
দিনশেষে দেখি ঝিঁঝিঁ ডাকে ভারিভুরি!

তবুও পাইনি কাঁহাতক বৃত্তরেখার নাগাল
তবে কি আর সবার মতো আমিও অধরা প্রেমের কাঙাল..?

3 thoughts on “বৃত্তরেখা

  1. তবুও পাইনি কাঁহাতক বৃত্তরেখার নাগাল
    তবে কি আর সবার মতো আমিও অধরা প্রেমের কাঙাল..? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অনন্য ভাবনার অসাধারণ কাব্যিক উচ্চারণ।
    শুভকামনা অনিঃশেষ

মন্তব্য প্রধান বন্ধ আছে।