ঈদ মোবারক !

শব্দনীড় একটি শ্রেষ্ঠ পরিবার। এই বৃহৎ পরিবারের প্রধান নির্বাহী (এডমিন) সহ সব ধর্মের, সব বয়সের, সকল ব্লগারকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং শ্রদ্ধা। ঈদ মোবারক!

শুভেচ্ছান্তে,
জায়েদ হোসাইন লাকী
সম্পাদক
সাহিত্য দিগন্ত

জায়েদ হোসাইন লাকী সম্পর্কে

জায়েদ হোসাইন লাকী জন্ম : ১৮ জুলাই, ঢাকা। প্রকাশিত গ্রন্থ : ❑ ভালোবাসা বাতাস সেলাই করে (কবিতা) ❑ একদিন রাস্তায় চাঁদ নেমেছিল (ছোট গল্প) ❑ আমি তাকে আদর করি, নয়তো হত্যা করি (কবিতা) ❑ হাত বাড়াই নিষিদ্ধ গন্দমের দিকে (কবিতা) ❑ যেভাবে আমার দ্বিতীয় মৃত্যু হলো (কবিতা) ❑ ভূমিবালিকা (কবিতা) ❑ নারী ও গোলাপ (কবিতা) ❑ আগডুম বাগডুম ছড়া (ছড়া, প্রকাশিতব্য) ❑ বৃষ্টি ও প্যারাসিটামল (কবিতা) ❑ একমুঠো প্রেম হলে কেটে যায় দিন (কবিতা) ❑ ভুল করে তোমাকে ভেবেছি আমার (কবিতা) ❑ ক্ষ্যাপা সমুদ্রের জলোচ্ছ্বাস (কবিতা) ❑ ভালোবাসা উড়ে যায় পাখির ডানায় (কবিতা) ❑ নির্বাচিত কবিতা লেখক ❑ বাংলাপিডিয়া (বাংলাদেশের প্রথম ১০ খণ্ডে লিখিত জাতীয় কোষগ্রন্থ) অর্জন ❑ অধ্যাপক সত্যেন বোস সাহিত্য পদক-২০১১ ❑ আমরা করব জয় ও এটিএন বাংলা সাহিত্য সম্মাননা-২০১৪ ❑ জাতীয় সাহিত্য পদক-২০১৬ ❑ সাপ্তাহিক 'খোলাচোখ' সাহিত্য সম্মাননা-২০১৮ সম্পাদিত ছোট কাগজ ❑ বাংলাকাগজ ❑ মানবজীবন ❑ মুক্তি ❑জাগরণ ❑ মানচিত্র ❑ সময় ❑ভুমিপত্র ❑ কালেরবৃক্ষ ❑ মনোভূমি। নির্বাহী পরিচালক ❑ ফ্রেন্ডস অব হিউমেনিটি বাংলাদেশ সম্পাদক, প্রকাশক ❑ ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত প্রধান সম্পাদক ❑ সাপ্তাহিক অপরাধসূত্র নির্বাহী সম্পাদক ❑ দৈনিক বাঙালির কণ্ঠ ❑ সাপ্তাহিক মুক্তবাংলা ❑ সাপ্তাহিক আইন আদালত সাব এডিটর ❑ দৈনিক ইত্তেফাক ব্লগার ❑ সামহোয়ার ইন ব্লগ ❑ উইবলি ডট কম ❑ বিডিনিউজ ❑ শব্দনীড় সংবাদ উপস্থাপক ❑ আরটিভি ❑ বাংলাভিশন প্রযোজক ❑ রাজশ্রী ফিল্মস ❑ আরটিভি ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

6 thoughts on “ঈদ মোবারক !

  1. শব্দনীড় একটি শ্রেষ্ঠ পরিবার। ঠিক তাই কবি ভাই। ঈদ মোবারক। :)

  2. ঈদ মোবারক। পবিত্রতম ঈদের শুভেচ্ছা জানাই।
    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।