বডিগার্ড
একদা এক বৃত্তশালী,
এদিকওদিক ঘুরতো খালি,
জীবনটারে করে কালি।
ছড়াইয়া সৌরভ,
দেখাইয়া গৌরব।
হাসি খুশি মুখে,
চলতো সুখে সুখে।
সবারই মুখে সুনাম,
ছিল অতি দেহের দাম।
নিজেকে না চিনে,
জ্ঞান চক্ষু হীনে।
কাটাইছে রবহীন ঋতু্,
হইয়া শয়তানি ভিতু।
পাশে রেখে রাইফেলধারী,
হইয়া পাপের ভাগিদারী।
হেদায়েতের পথ করিয়া অতি হার্ড!
দেখাইয়া আল্লাহকে ভয়!
দোজখ করিয়া জয়!
সঙ্গে লয়ে বডি গার্ড!
ইন্টারেস্টি ছড়া পদ্য।
অভিনন্দন কবি মি. কালাম হাবিব। 
ধন্যবা!
শুভেচ্ছা জানা!
বাহ্ বা কবি কালাম ভাই। আপনার লেখা দেখছি দিন দিন মার্জিত হচ্ছে। ভালো হোক আপনার লিখনী। অভিনন্দন।
মুগ্ধ হলাম প্রিয়ক! শুভকামনা করি আপনা!
ছড়াইয়া সৌরভ,
দেখাইয়া গৌরব।
হাসি খুশি মুখে,
চলতো সুখে সুখে।
বডিগার্ড পড়ে ভাল লাগল কবি দা।
মুগ্ধ হলাম প্রিয় ক!
শুভেচ্ছা জানা!
মুগ্ধ হলা!