স্বপ্নের রাতে

স্বপ্নের রাতে
🌍
দিনের শেষে সাঁঝের বেলা,
নদীর জলে কলার ভেলা,
চাঁদনী রাতে মাছের খেলা,
হয়েছে মোর মন উতেলা।

খোলামেলা মনতো, কেউ নেই রেগে।
ঘাটের ধারে লোকের ভিড়ে,
জলের ওপর পাহ্নার নীড়ে,
ভাট ফুলে লাগাইছে মেলা,
সঙ্গ নিয়েছে কচুরিপানা,
ছোটোমাছে বড়োমাছ গেলা।

মাঝেমাঝে দিতেছে হানা।
ছোটো ছোটো পোনা গুলি,
এদিকওদিক ঝড়োগতিবেগে।
দিনের বেলা ক্লাতি ধরে,
কাটাইছে তারা অকাতরে।
এখন শান্তিতে উঠেছে জেগে।।

হাওয়া চলে শুন শুন,
চারিদিক গুন গুন,
রিম ঝিম মন,
হালকা শীতের আমেজ আসে,
ওই তো যেন প্রতিক্ষায় হাসে।
অতি শীঘ্রয় চায়ছে মোদের
ওপারে গাছপালা গন।
মোর সঙ্গী ওপরে কেউ,
বিরহ বিচ্ছেদ করেনা হেউ,
সেতো চাঁদ,তার ঝলকানি,
নদীর হালকা পানির ঢেউ।

তাতে মোর হৃদয় উজানি।
চোখ মোর ঝাপসা কেন?
সামনে দেখি বিপদ যেন!
চোখ খুলতেই মনে পড়ে,
হৃদয় বলে নড়ে চড়ে।
আরে……সবকিছু তো ফেউ।

কালাম হাবিব সম্পর্কে

কবি কালাম হাবিব ১৯৯৯সালের ৬ই ফেব্রুয়ারি মালদা জেলার অন্তর্গত সাহাবান চক গ্রামে এক নিম্নবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা লাল মহাম্মদ মিঞা ও মাতা রুকসেনা বিবি। মা বাবার তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান। শিক্ষা শুরু হয় সাহাবান চক প্রাথমিক বিদ্যালয়ে ২০০৪ সালে। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ২০০৯সালে বেদরাবাদ হাই স্কুলে ভর্তি হন এবং ২০১৬ ও ২০১৮ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কলা বিভাগে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ বেদরাবাদ হাই স্কুল থেকেই। তার পর ওই বছরই উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন 'কালিয়াচক সুলতানগঞ্জ কলেজ'-এ।বর্তমানে পার্শ্বীয় কালিয়াচক সুলতানগঞ্জ কলেজ'এর বি এ সাম্মানিক বাংলা বিভাগে তৃতীয় বর্ষে পাঠরত। কবিতা লেখালেখির হাতেখড়ি দশম শ্রেণি পড়াকালীন , তবে আজও তার বেগ প্রবাহমান! কবির এই লেখালেখি বিশেষ কারও দ্বারা প্রভাবিত নয় বললেই চলে কবিতা পড়তে পড়তে ভাবনা আর সেই ভাবনা লিপিবদ্ধ করার অধীর আগ্রহই হাতে উঠে আসে কলম! কবিতার পাশা পাশি গল্প লেখাতেও কবির রয়েছে বিশেষ আগ্রহ ও মনোযোগ! কবির কবিতায় কথা বলে কলম, শরিয়তের মধ্যে থেকে সঠিক সত্য কল্যাণময় আদর্শের! কোন ভীরুতার ধার ধারেনা, সর্বাবস্থায় আওয়াজ তোলে সজীব তীক্ষ্ণ জীবন্ত দন্ড খান প্রতিবাদের শীর্ষক মাকামে! কবির প্রথম কবিতা "বেআইনি অস্ত্র ” এবং প্রথম গল্প " নৌকা যাত্রীরা"। বর্তমানে পার্শ্ববর্তী কয়েটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে শিক্ষকতার কাজে যুক্ত রয়েছেন......

3 thoughts on “স্বপ্নের রাতে

  1. হালকা শীতের আমেজ আসে, ওই তো যেন প্রতিক্ষায় হাসে।
    জীবন এবং প্রকৃতির কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ভালো লিখেছেন কবি কালাম হাবিব ভাই। শুভ সন্ধ্যা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।