শিশুর মর্যাদা
মুর্খ তুমি বুঝছ না কেন্ শিশুর মর্যাদা কত?
বলি আমি হাজার শত শত!
শিশু তো যেন শিশু নয় বারুদ পূর্ণ বোমা!
সময়ে তা বিস্ফোরন হয় করে না কাওকে ক্ষমা।
জ্ঞান নয় যে তার শিশির বিন্দু,
হয় সাগর সমতুল্য।
কোনো নদী নয় গঙ্গা নদ নয় সিন্ধু,
সে সবার অতূল্য।।
দেশ গড়তে বাধা দিবে তারে মূর্খ তোমার আচরণ।
তুমি যে পথেরকাঁটা বাধা দিবে তারে পথে করিতে বিচরণ।
মূর্খ তুমি জানো না শিশুর মর্যাদা কত?
স্রষ্টার পরে শিশুর নিয়ন্ত্রণাধীন এজগতে আছে যত।
বিশ্বাস কি কর না তুমি এই মন্ত্ররে?
ভবিষ্যৎএর দিন যে সকল শিশুর অন্তরে!
মূর্খ তুমি এবার সজাগ হও!
জ্ঞানের ডালি মাথায় লও।
দূর করো তার সকল বিক্ষেপ।
সঠিক স্থানে করো তারে নিক্ষেপ।
আসল কাজে তারে করিওনা বিরত!
কেন্?
শিশুর মর্যাদা যে হাজার শত শত।
——————————-
বক্তব্য প্রধান কবিতায় শুভেচ্ছা রইলো কবি।
শুভেচ্ছাজানাই প্রিয় কবি'র প্র!
বিশ্বাস কি কর না তুমি এই মন্ত্ররে?
ভবিষ্যৎএর দিন যে সকল শিশুর অন্তরে!
মূর্খ তুমি এবার সজাগ হও!
জ্ঞানের ডালি মাথায় লও।
দূর করো তার সকল বিক্ষেপ।
সঠিক স্থানে করো তারে নিক্ষেপ।
অসাধারণ কবি কালাম হাবিব ভাই।
মুগ্ধ হলাম প্রিয় কবি!
শুভকামনা করি!
শত সহস্র শিশু তার মান এবং মর্যাদা নিয়ে বেড়ে উঠুক এটাই প্রত্যাশা।
মুগ্ধহলামপ্রিয়ক! শুভেচ্ছা রই!
২৭ ঘন্টা চলছে আপনার পোস্টে মন্তব্য করে গেছি কবির উত্তর নেই।
আপনার কবিতা পড়ে মন্তব্য করা কি বন্ধ করে দেবো কালাম ভাই?
দূঃখিত প্রিয় পাঠক!
অন্য কাজে ব্যস্ত ছিলাম..