📢 বার্তা 📣🌍👨👩👧👧
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
না করে “অসহায়, নিঃস্ব রাজনীতি”
না ফেলে সমাজকে দুর্বিপাকে
না সেজে “কু’চক্রে মানবতার দাস”
ওই কোণঠাসা খুলি হতে
“সত্য দ্বীনের” নিয়মটাকে
“সর্ব কালে শান্তি পেতে”
স্বেচ্ছায় করো প্রকাশ।।
তুমি একা নও,
সকলেই আগুয়ান হও!
তবেই খুঁজে পাবেনা ধর্ষণ,
এমনিতেই মানবতা হবে বর্ষণ
তোমাকে আর প্রতিবাদ করতে
ও কাঁদতে হবেনা ধর্ষিতার লাশ দেখে!
ধর্ষণ, ঘর্ষণ, নির্যাতন ও নিঃস্ব ভগ্ন মানবতা
ঘুচে,“তুমি মুক্তি পাবে এই দুনিয়া থেকে!”
“তা প্রকাশ করতেও যদি আঘাত পাও,
শান্তির বার্তা মনে করে তা,
সদরে গ্রহণ করে নাও!”
[২৬/১২/২০১৮]
বার্তা'র প্রতি আশা এবং আহবান সমাজে ছড়িয়ে পড়ুক। আপনার জন্য শুভেচ্ছা।
শুভেচ্ছা জানাই আপনাকে!
মানবতার জয় হোক কবি দা।
নিজের পোস্ট প্রকাশ করে পাহারা দেবার জন্য বসে না থেকে অন্যের পোস্টও পড়ুন। দেখবেন ভাল লাগবে। শুভ নববর্ষ।
আমার ইন্টারনেট এর প্রোবলেম ওই জন্যে অন্যের পোস্ট পড়তে পারছি না! তবে চেষ্টা করবো! শুভেচ্ছা জানাই আপনাকে!
বার্তা পৌঁছে যাক কবি কালাম ভাই।
ধন্যবাদ প্রিয় লেখক!