শুধু তোমার কারনে

কতোটাইবা দুঃখ আর তুমি দিতে পারো
তারচেয়ে ঢের বেশি আগুন বুকে জড়ো
বলেই দেখো নিজে পুড়তে পারি আরো
দুঃখে আমাকে কিভাবে পোড়াবে বলো ৷

কতোটাইবা ঘৃণা তুমি করতে শিখেছো
কতোটা করুনা আছে ঐ হৃদয়ে জড়ো
একবার চোখের পর্দা সরিয়েই দেখো
ঢের বেশি ভালোবাসা এ হৃদয়ে জড়ো ৷

বরফের বুকে কতোটা শীতলতা আছে
তারচেয়ে বেশি শীতলতা আমার স্পর্শে
যা তুমি জীবনের প্রতিটি পরতে খুঁজবে
আর দু’নয়ন শ্রাবণ জলে শুধু ভাঁসাবে ৷

কতোটাইবা মেঘ জমা আকাশের বুকে
কতোটাইবা সে অঝোর ধারায় ঝরবে
তার চেয়ে বেশি মেঘ আমার জীবনে
কান্না হয়ে যা অবিরাম দু’চোখে ঝরছে ৷

কতোটা ভালোবাসা পেয়েছো জীবনে
তারচেয়ে বেশি দিতে চেয়েছি তোমাকে
কিন্তু অকালেই সব আজ গিয়েছে ঝরে
তোমার তৈরি খরালে বাতাসের তীব্রতাতে ৷

6 thoughts on “শুধু তোমার কারনে

  1. ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি
    ভালোবাসবে
    পথের কাঁটায় পায়ে রক্ত না ঝড়ালে
    কি করে এখানে তুমি আসবে

    কত রাত কাটিয়েছো জেগে
    স্বপ্নের মিথ্যে আবেগে ।।

    আপনার লিখাটি পড়ে অমর এই কালজয়ী সুর মনে পড়ে গেলো কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আমাকে অনুপ্রাণিত করায় আমি চীর কৃতজ্ঞ মুরুব্বী 

মন্তব্য প্রধান বন্ধ আছে।