অসহায় আমজনতা

তিনি আসলেন ; হ্যাঁ তিনি আবার আসলেন
যিনি পাঁচবছর আগে একবারই এসেছিলেন,
সাদা পাঞ্জাবী পড়ে ; যাদুর কাঠি হাতে নিয়ে
বৈষম্যের সমাজ বদলের সু-দৃঢ় প্রত্যয় নিয়ে ৷

সন্তানহারা পিতাকে বুকে টেনে নিয়েছিলেন
সুষ্ঠ বিচার পাইয়ে দেয়ার কথা দিয়েছিলেন,
অথচ;সেই খুনি তার খুব কাছের চেনাজানা
মাঝে মধ্যে একটেবিলেও দু’জনে খায় খানা ৷

সেদিন তিনি যে আশার বাণী শুনিয়েছিলেন
সে কথাগুলো গত পাঁচ বছরে ভুলেই গেছেন,
এবারও এলেন নতুন স্বপ্নের ইশতেহার নিয়ে
স্বপ্ন পুরনের স্বপ্ন দেখালেন মাথায় হাত ছুঁয়ে ৷

রাজনীতি মানে আজ শুধু ক্ষমতার মাদকতা
মুখে যার আমজনতার রক্ত সেই আজ নেতা,
এখানে কেউ মুখ খোলেনা চলেছে গা বাঁচিয়ে
নেতাই সব লুটেপুটে খায় জনতা থাকে চেয়ে ৷

চেতনাই আজ পূঁজি সবার রাজনীতির মাঠে
ভিখারীর বেশে নেতা ঘুরে জনতার চৌকাঠে,
আমজনতাও ঠিকই সেদিন বুঝবে তার ভুল
ভোটের শেষে নেতাই যখন দেখাবে বৃদ্ধাঙ্গুল ৷

8 thoughts on “অসহায় আমজনতা

  1. হাহাহা ।আমাদের রাজনীতিতে  সাদা পাঞ্জাবি পরে, সাধারণ শাড়ি পরে তারা সব সময়ই আসেন অগণতন্রের বাহক হয়ে । এর থেকে মনে হয় আমাদের মুক্তি নেই সহসাই ! 

  2. রাজনীতি মানে আজ শুধু ক্ষমতার মাদকতা
    মুখে যার আমজনতার রক্ত সেই আজ নেতা,
    এখানে কেউ মুখ খোলেনা চলেছে গা বাঁচিয়ে
    নেতাই সব লুটেপুটে খায় জনতা থাকে চেয়ে ৷ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বী জনাব নেতারা লুটেপুটে খায় আর আমরা হলাম অসহায় আমজনতা 

  3. রাজনীতি মানে আজ শুধু ক্ষমতার মাদকতা
    মুখে যার আমজনতার রক্ত সেই আজ নেতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. জ্বী দিদিভাই মুখে যার আমজনতার রক্ত সেই আজ নেতা

  4. আমজনতার ভাগ্য কোন কালে সহায় ছিলো কিনা জানা নেই। তাদের সহায় ঈশ্বর। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।