আমার চারপাশে অজস্র দুঃখ লুটোপুটি খেলছে
সাগরের বালুচরে যেমন নুড়ি পাথর পড়ে থাকে,
কেউ আনমনে হেঁটেও চলে যায় দু’পায়ে মাড়িয়ে
কেউবা আবার তা কুড়িয়েও নেয় অতি যত্ন করে।
চাতকপাখিরা যেমন নদী তীরে মরে পড়ে থাকে
বৃষ্টি জলের আশায় আকাশপানে’ই চেয়ে থেকে,
আমার চারপাশেও অজস্র স্বপ্ন মরে পড়ে আছে
একটা চাকরী না পাওয়ার দুঃখ আর হতাশাতে।
তোমাদের মুঠোফোনে যেমন খুঁদে বার্তারা জমে
আমার মনপাড়াতে তেমনি দুঃখ আর কষ্ট জমে,
খুদেবার্তার মতো করেই তা অনাদরে পড়ে থাকে
অযত্ন অবহেলায় কেউ পড়েই দেখেনা আমাকে।
আমিও কেমন যেন দুঃখজীবি হয়েই বেঁচে আছি
দুঃখগুলো যে ঘরের ছাদও ছুঁয়েছে তবুও আছি,
কোন একদিন দুঃখচাপা পড়ে মারা যাবো আমি
কেউ তা জানবে না ; যে জানবে সেতো শুধু তুমি।
"আমিও কেমন যেন দুঃখজীবি হয়েই বেঁচে আছি
দুঃখগুলো যে ঘরের ছাদও ছুঁয়েছে তবুও আছি,
কোন একদিন দুঃখচাপা পড়ে মারা যাবো আমি
কেউ তা জানবে না ; যে জানবে সেতো শুধু তুমি।"
___ অসাধারণ আপনার জীবনবোধের প্রকাশ। শুভেচ্ছা প্রিয় কবি।
অনেক ভাল থাকুন কবি এই শুভেচ্ছা রাখি।
দুঃখের বৈভব নয়, সুখবাজ হতে হবে কোিব কাজী জুবেরী মোস্তাক ভাই। আনন্দে মেতে থাকুন। জীবন একটাই।