অনেক পেয়েছি অনেক দিয়েছো স্বাধীনতা ;
অনেক শিখেছি আর শিখিয়েছো স্বাধীনতা
এবার আমাকেই মুক্তি দাও প্রিয় স্বাধীনতা।
চোখ মেললেই দেখি স্বাধীনতার মহোৎসব ;
স্বাধীনতার নামে চলে কতো রঙিন উৎসব
তবু শেষকৃত্যের অপেক্ষায় পরে থাকে শব।
রাষ্ট্রযন্ত্র সে স্বাধীনতা নামক শিকলেই বন্দী ;
আর স্বাধীনতাও নেতাদের মানিব্যাগে বন্দী
বেচারা আমজনতার ভাগ্যের সাথেই সন্ধি।
স্বাধীনতা সেও আজ পরাধীনতায় আটকা ;
স্বাধীনতার স্বাধীন সত্তাটারই চাই স্বাধীনতা
যে স্বাধীনতা হবেনা কোনই বাক্সবন্দী প্রথা।
স্বাধীনতা আজ শুধুই ক্ষমতা ভোগের প্রথা ;
যে যার মতো ভাঙছে গড়ছে সেই স্বাধীনতা
স্বাধীনতা ভেঙে ফেলো সব বাক্সবন্দী প্রথা।
অনেক পেয়েছি অনেক দিয়েছো স্বাধীনতা ;
অনেক শিখেছি আর শিখিয়েছো স্বাধীনতা
এবার আমাকেই মুক্তি দাও প্রিয় স্বাধীনতা।
স্বাধীনতার কাছে থেকেই আমাদের মুক্তি চাইতে হচ্ছে আমরা আজ এমনি স্বাধীন
এটা সত্য যে, পরাধীন আমাদের স্বাধীনতা।
জ্বী বুবু
দারুণ লিখেছেন কবি মোস্তাক ভাই।
আমাকে অনুপ্রাণিত করায় অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো প্রিয়
স্বাধীনতা আজ শুধুই ক্ষমতা ভোগের প্রথা ;
যে যার মতো ভাঙছে গড়ছে সেই স্বাধীনতা।
ব্যাস এটুকুতেই বুঝে নেয়া যায় আমাদের নাগরিক স্বাধীনতা কতটা সমৃদ্ধ।
অনুপ্রাণিত
স্বাধীন নামের পরাধীনতাতেও ভাল থাকুন প্রিয় কবি দা। শুভকামনা।
তাই যেনো থাকতে পারি