শ্রমিক কেনো মূল্যহীন

আমার ঘামে ভিজে আছে তোমার পদতল
আমাদের রক্ত ঝড়েছে তাইতো তুমি সচল,
আমি শ্রমিক রক্ত,ঘাম ঝড়িয়ে আজ দূর্বল
আর আমাকে শোষণ করে সেজেছো সবল ৷

আজকে তুমি ঈশ্বর আমার বুকেই দাড়িয়ে
বেমালুম ভুলে গেছো কাকে যাচ্ছো মারিয়ে,
যেই ঘামে আর রক্তে গড়া তোমার সাম্রাজ্য
অথচ প্রতিপদে পদে তাকেই করো অগ্রাহ্য ৷

আজকে আমি শ্রমিক তাইতো তুমি মহাজন
তবুও দেখাও তুমি তোমার ব্যক্তিত্বের ওজন,
আমার স্বপ্ন ভেঙে গড়ে দিয়েছি তোমার স্বপ্ন
তবুও কেনো শ্রমের মূল্য দিতে করো কার্পণ্য ?

আজকে তুমি সভ্য মানুষ যে সমাজে দাড়িয়ে
সে সমাজের ইট,পাথরে আমার ঘাম জড়িয়ে,
আমার রক্ত শুষেই গড়েছো তোমার সাম্রাজ্য
সেই শ্রমিকেরে মূল্য দিতে কেনোইবা অগ্রাহ্য ?

10 thoughts on “শ্রমিক কেনো মূল্যহীন

  1. সুন্দর লিখেছেন কবি। কাব্যশৈলীতে মুগ্ধ হলাম। প্রীত হলাম।
    সংগ্রামী অভিনন্দন জানাই। মে দিবসের রক্তিম শুভেচ্ছা।
    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু!

  2. আজকে তুমি সভ্য মানুষ যে সমাজে দাড়িয়ে
    সে সমাজের ইট,পাথরে আমার ঘাম জড়িয়ে ,
    আমার রক্ত শুষেই গড়েছো তোমার সাম্রাজ্য
    সেই শ্রমিকেরে মূল্য দিতে কেনোইবা অগ্রাহ্য ? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. এটাই প্রশ্ন 

    1. বাস্তবত তবুও আশা 

  3. সমর্থন জানাই কবি মোস্তাক ভাই।

  4. শ্রমিক কেনো মূল্যহীন এই প্রশ্নের উত্তর মনে হয় হাজার বছর ধরে খুঁজতে হবে দাদা। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।