শহরটা ভালো নেই

বিশ্বাস করুন আমরা ভালো নেই আজকে এ শহরে;
মৃত্যু যেনো প্রতিনিয়ত ওত পেতে আছে শহর জুড়ে,
স্বাভাবিক মৃত্যুর কোনই গ্যারান্টি নেই আজ শহরে।

এ শহরের বাতাসেও আজ লাশের গন্ধ ছেয়ে গেছে;
এ শহর আজ যেনো লাশের উপরেই দাঁড়িয়ে আছে,
মানুষগুলো এখানে নিয়মিত ঠিক অপঘাতে মরছে।

শহরের প্রচ্ছদ জুড়ে মৃত্যুর নগ্ন উল্লাস বয়েই চলছে;
নতুন মলাটে পুরনো শহরের সিলেবাস একই আছে,
কখনো সড়কে কখনো আগুনে মানুষ ঠিকই মরছে।

এ শহরে আজ মৃত্যু মানেই আগুনে পুড়ে পুড়ে মরা;
নয়তো কোন সড়কে গাড়ি চাপা খেয়ে মরে যাওয়া,
মৃত্যু যেনো এ শহরে আজ পানির দামে কিনে নেয়া।

এ শহরটাই আজ যেনো এক বিশালাকার মৃত্যুপুরী;
সড়ক আর অট্টালিকার ভাঁজেই নিজের গোর খুঁড়ি,
সড়কে যদিবা বেঁচে ফিরি আগুনে ঠিকই পুড়ে মরি।

10 thoughts on “শহরটা ভালো নেই

  1. 'এ শহরটাই আজ যেনো এক বিশালাকার মৃত্যুপুরী ;
    সড়ক আর অট্টালিকার ভাঁজেই নিজের গোর খুঁড়ি,
    সড়কে যদিবা বেঁচে ফিরি আগুনে ঠিকই পুড়ে মরি।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সমাজ চিত্র মুরুব্বী 

    1. সত্যিই কেউ ভালো নেই 

  2. এ শহরে আজ মৃত্যু মানেই আগুনে পুড়ে পুড়ে মরা;
    নয়তো কোন সড়কে গাড়ি চাপা খেয়ে মরে যাওয়া,
    মৃত্যু যেনো এ শহরে আজ পানির দামে কিনে নেয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. এটাই আজকের পৃথিবী

    1. সবাই ভালো থাকুন 

  3. এমন হলে শহরের তো ভলেো থাকার কথা নয় কবি। :(

    1. এ শহরের মানুষগুলো অপঘাতে মরছে

মন্তব্য প্রধান বন্ধ আছে।