গণতন্ত্র সে কোথায়

স্বপ্ন সাধের গণতন্ত্র আজ ঝুলে আছে
কখনো ফেলানী সীমান্তের কাঁটাতারে,
কখনো আদরের ছোট বোন তনু হয়ে
নির্জন জঙ্গলে রক্তাক্ত পড়ে থাকছে ৷

গণতন্ত্রের আজ দেখা মেলাটাই ভার
গণতন্ত্র নামে চলে গলাবাজি নেতার,
গণতন্ত্র স্লোগানে গঠিত হয় সরকার
ক্ষমতা পেলেই শুরু হয় অপব্যবহার ৷

সাধের গণতন্ত্রের আজ দেখা মেলে
শুধুই নেতা-নেত্রীর ঝড়ো স্লোগানে,
নয়তো সংবিধানের পাতা উল্টিয়ে
বাস্তবেতো সে কবে পালিয়ে গেছে ৷

গণতন্ত্র ঝলসানো শরীরে পড়ে থাকে
কোন এক বার্ণ ইউনিটের বারান্দাতে,
নয়তো নিরপরাধ এক বিশ্বজিত হয়ে
পড়ে থাকছে পথের ধারে রক্তাক্ত হয়ে ৷

গণতন্ত্র সেতো আজ শুধুই ফাঁকা মন্ত্র
গণতন্ত্রের মুখোশে চলে শুধুই ষড়যন্ত্র,
আর মনে-মনে বাসনা একনায়কতন্ত্র
গণতন্ত্র আজ চাবি দেওয়া একটা যন্ত্র ৷

স্বতন্ত্রতা হারিয়ে গেছে সাধের গণতন্ত্রে
মুখ থুবড়ে পরেছে সে গভীর ষড়যন্ত্রে,
গণতন্ত্র সেতো পরিণত একনায়কতন্ত্রে
রুপ নিয়েছে সে আজ এক শাসনতন্ত্রে ৷

18 thoughts on “গণতন্ত্র সে কোথায়

  1. গণতন্ত্র সেতো পরিণত একনায়কতন্ত্রে
    রুপ নিয়েছে সে আজ এক শাসনতন্ত্রে ৷ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সুন্দর ও বাস্তব কথা বলেছেন কবিতায়।

  3. স্বপ্ন সাধের গণতন্ত্র আমরা হারিয়ে ফেলেছি মোস্তাক ভাই। :(

  4. শাসন ব্যবস্থায় একনায়কতন্ত্র চলে এলে তার ভুক্তভোগী হয় জনগন। :(

    1. জ্বী দিদিভাই জনগণকেই এর মূল চুকাতে হয় 

  5. গণতন্ত্রের আজ দেখা মেলাটাই ভার, গণতন্ত্র নামে চলে গলাবাজি নেতার। 

    বাংলাদেশে শুধু নয়, ভারতেও গণতন্ত্র মৃত্যু পথযাত্রী। জয় শ্রীরাম এর রামরাজত্ব। :(

    1. কিন্তু এভাবে আর কতদিন দাদাভাই? 

  6. আমাদের দূর্ভাগ্য আমরা একটি ভূখণ্ড পেয়েছি; সত্যিকারের গণতন্ত্র পাইনি।

  7. গণতন্ত্র এখন গলতন্ত্র। ভুলে যান।

মন্তব্য প্রধান বন্ধ আছে।