অস্থায়ী

এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়;
সবকিছুই একসময় চলে যায় নয়তো হারায়
আজ যে সবুজ ভূমি সেও কাল শুকিয়ে যায়।

এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়;
মানুষ, পাখি, গান কোন কিছুই চিরস্থায়ী নয়
ভালোবাসাও সময়ের সাথে সাথে বদলে যায়।

নবজাতক শিশুও প্রাপ্ত বয়স্ক হয়;
সময়ের সাথে সাথে সেও বুড়ো হয়ে মরে যায়
এই মহাবিশ্বে কিন্তু কোন কিছুই চিরস্থায়ী নয়।

12 thoughts on “অস্থায়ী

  1. চিরন্তন সত্য কথা। এর মাঝেই রেখে যেতে হবে আমাদের কর্ম।

  2. ভালোবাসা কবি কাজী জুবেরী মোস্তাক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আপনার জন্যও অনেক অনেক ভালোবাসা দাদাভাই 

  3. নবজাতক শিশুও প্রাপ্ত বয়স্ক হয়;
    সময়ের সাথে সাথে সেও বুড়ো হয়ে মরে যায়
    এই মহাবিশ্বে কিন্তু কোন কিছুই চিরস্থায়ী নয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. এই মহাবিশ্বে কিন্তু কোন কিছুই চিরস্থায়ী নয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।