চলছে এ এক আজব খেলা
চারদিকে শুধুই মুখোশের মেলা,
মানুষ খুঁজতে খুঁজতেই চলে যায় বেলা ৷
ব্যানার, ফেস্টুন, মানববন্ধনে
দেখি কতশত স্লোগান ঝরে পড়ে,
আপন গৃহে তারাই দেখি নির্যাতনও করে ৷
মানবতা সে শধু কথার কথা
রুগ্নতায় জরা জীর্ণ আজ মানবতা,
তবুও আশাবাদী ধ্বংস হবেই এ নগ্ন প্রথা।
বন্ধ হোক এই আজব খেলা
যাক’না ভেঙে ঐ মুখোশের মেলা,
আলোর পথে শুরু হোক নতুন পথচলা ৷
ভেঙে যাক মানবতার রুগ্নতা
মানুষে মানুষে ঘুঁচে যাক সব জড়তা,
মানুষ আর মানবতায় হয়ে উঠুক একাত্মা।
ভেঙে যাক মানবতার রুগ্নতা
মানুষে মানুষে ঘুঁচে যাক সব জড়তা,
মানুষ আর মানবতায় হয়ে উঠুক একাত্মা।
এটাই চাওয়া
চমৎকার লিখেছেন
আন্তরিক ধন্যবাদ
ভালোবাসা কবি জুবেরি মোস্তাক ভাই।
ভালোবাসা প্রিয় দাদাভাই
অনুপম,অতুলনীয় l