যদি মুর্খ হতাম সেই ভালো হতো
লিখতে হতোনা আর তোমাদের কুকর্মগাথা
বিসর্জিত হতোনা জীবন লিখে সত্য কথা ৷
যদি বোবা হতাম সেই ভালো হতো
রাজপথে মিছিলে আর ধরতে হতোনা স্লোগান
ঝরাতে হতোনা বুকের রক্ত আর এই প্রাণ ৷
যদি অন্ধ হতাম সেই ভালো হতো
দেখতে হতোনা এই ভঙ্গুর সমাজের অবক্ষয়
করতে হতোনা আর মিছে কান্নার অভিনয় ৷
আমি যদি পঙ্গু হতাম সেই ভালো হতো
পায়ে হেঁটে যেতে হতোনা আর তোমাদের দ্বারে
পেনশনের ফাইল ছাড়িয়ে নেওয়ার জন্যে ৷
আমি যদি পাগল হতাম সেই ভালো হতো
বুঝতে হতো না আর তোমাদের স্নায়ু যুদ্ধ
জড়াতে হতো না আর মিছে বাকযুদ্ধে ৷
আসলে যদি মানুষ না হতাম সেই ভালো হতো ৷
6 thoughts on “সেই ভালো হতো”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
হয়তো বা। তারপরও আশা করবো সব মিলিয়ে ভালো থাকবেন মি. কাজী জুবেরী মোস্তাক।
আন্তরিক ধন্যবাদ প্রিয়জন
চমৎকার উপস্থাপন ।পাঠে মুগ্ধ হলাম।
আপনার মুগ্ধতা আমাকেও অনুপ্রাণিত করলো আন্তরিক ধন্যবাদ
বেশ তো অনুভূতির প্রকাশ কবি দা
ধন্যবাদ দাদাভাই