শুধুই অপেক্ষা

অতীতের চোখে রাত ভেঁসে যায়,
সুখের মুহূর্তগুলো তখন ঢাল হিসেবে সামনে
এসে দাঁড়ায়;
ঢেউএর সাথে লেগে থাকে সমুদ্র উপত্যকার
সূর্যোদয়;
আকাঙ্ক্ষারা প্রবাহিত হয়; বায়ুও সময়ের
ডানায় উড়ে যায়।

স্মৃতির বারান্দা জুড়ে শুধু তুমি,
চোখের জলের আর্তনাদ সবার মতোই হয়তো
দেখেছো তুমি;
হৃদয়ের আর্তনাদ না লোকজন দেখেছে, না
দেখেছো তুমি;
তোমার স্মৃতিরা সরীসৃপের মতো প্রতিনিয়তই
আমাকে যায় চুমি।

অপেক্ষাতেই থাকি বসন্ত এলে,
নতুন সবুজ পাতার মতো সতেজতা নিয়ে বুঝি
ফিরে এলে;
পৃথিবীর বারান্দা জুড়ে স্মৃতির হলুদ পাতারাও
ঝরে চলে;
আর আমার আজন্মকালের অপেক্ষা শুধু তুমি
আসবে বলে।

8 thoughts on “শুধুই অপেক্ষা

  1. কবিতাটি পড়লাম। শুভেচ্ছা জানবেন কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আন্তরিক ধন্যবাদ প্রিয়জন ভালোবাসা অহর্নিশ 

  2. অসাধারণ এক ভাবনার ছুঁয়া কবি দা

  3. অপূর্ব বিরহ গাঁথা শব্দের মালা, শুভেচ্ছা নিরন্তর কবিব।।          

  4. কবিতাটি মন দিয়ে পড়লাম।  ভালো লাগলো। 

     

    সতত শুভকামনা।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।