তুমি আকাশ ছাড়িয়ে অন্য এক আকাশ

আমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখি পাহাড় ডিংগিয়ে,
আমি আকাশটাকে নামিয়ে আনি
আমার কাছাকাছি হাতের মুঠোয়,
আমার এই আকাশ ছোঁয়ার স্বপ্ন,
তোমাকেও ছুঁতে চায় ভীষন এক অহমিকায়।

আমি আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর
এক বদ্ধ পাগল,
তোমাকেও ভেবে নেই আকাশ,
কিম্বা কোন এক নক্ষত্র রাশি,
তোমাকেও ভেবে নেই যেকোন
এক পাওয়া না পাওয়া
জোতস্না বিলানো চাঁদ, অথবা
শরতের মেঘ ভাসা নীলাম্বরী আকাশ। জোতস্না বিলাতে বিলাতে যে
চাঁদ সংগ দেয় আমাকে,
যে মেঘ উড়ে চলে আমার পথ ধরে
দিক দিগন্তের সীমানা ছাড়িয়ে।

তুমি যে সেই চাঁদ, সেই মেঘ,
সেই নীল আকাশ ছাড়িয়ে আরো দূর
কোন গ্রহ বা গ্রহপঞ্জির অজানা আকাশ,
তুমি যে আমার কাছে এক
শুধুই দিবাস্বপ্ন,
ভুলে যাই, ভুলে যাই,
বার বার ভুলে যেয়ে আবার
তোমাতেই বাড়াই হাত,
তোমাতেই দেই ভালোবাসার নৈবদ্য।।

8 thoughts on “তুমি আকাশ ছাড়িয়ে অন্য এক আকাশ

  1. স্পেসিফিক কেউ যদি এই কবিতার অনুষঙ্গ হয়ে থাকেন; তিনি নিশ্চয়ই ভীষণ খুশি হবেন। কেননা পাঠক হিসেবে আপনার লেখায় আমরা মুগ্ধ। শুভেচ্ছা নিন কবি দা। :)

    1. ভালো লাগার জন্য অনেক ভালো লাগা। তবে কবিতা শুধুই কবিতা। হয়তো প্রত্যেকের জীবনেই একটা না পাওয়ার বেদনা হয়তো থাকে, সেই বেদনা থেকে হয়তো মনের অজান্তেই একটা সত্য বেড়িয়ে আসতে চায়।

       

  2. "আমি আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর
    এক বদ্ধ পাগল"https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. রিয়া রিয়া যেমনটা বলছেন, তিনি না বললে হয়তো আমিও এমনটাই বলতাম। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমি আপনাদের মন্তব্যে সত্যি অনুপ্রাণিত

       

  4. ভুলে যাই, ভুলে যাই,
    বার বার ভুলে যেয়ে আবার
    তোমাতেই বাড়াই হাত,
    তোমাতেই দেই ভালোবাসার নৈবদ্য।।

    *  অপূর্ব প্রকাশ…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. তুমি যে সেই চাঁদ, সেই মেঘ,
    সেই নীল আকাশ ছাড়িয়ে আরো দূর——-দারুণ প্রকাশ 

মন্তব্য প্রধান বন্ধ আছে।