সম্পর্কহীন সম্পর্ক

জীবনের পরতে পরতে কিছু মানুষ এসে
ভালো লাগায় ভরিয়ে দিয়ে যায় কিছুটা সময়,
কিছুটা দিন নতুন করে স্বপ্ন দেখায় বাচার।
কোন গভীরতা বা ভালোবাসার প্রশ্নই আসে না,
নেই কোন চাওয়া পাওয়া বা লেনদেনের হিসেব নিকেশ,
কোন স্বার্থ বা চুক্তির নামান্তরও নেই কখনো,
তবু সেই মানুষ থেকে যায় হৃদয়ের এক কোণায়,
থেকে যায় প্রতিদিনের প্রাত্যাহিক ভাবনার অন্তঃপুরে।

এইসব সম্পর্ক থেকে যায় ,
ভালো লাগার গভীরতায়,
প্রতিদিনের চলাফেরার নিত্য উঠাবসায়,
জড়িয়ে থাকা জীবনের লেনদেনবিহীন
এক জোবেদা খাতায়, লিখে যায় যতো
বেদনাবিদুর উপকথা, লিখে যায় ভালো
না বেসেও ভালোবাসার এক সহজ উপ্যাখ্যান।

সংকট আর বিহ্বলতার এক ঘুর্ণিপাকে
জীবন যখন নিম তিতা
মন যখন কষ্টের বাড়ী
বাড়ী ফেরি করে দুঃখবোধ,
এই সব সম্পর্কহীন,
সম্পর্ক গুলো এনে দেয় প্রশান্তির এক ছায়া,
এনে দেয় বিরামহীন দুঃখের বসতিতে,
শর্তহীন সুখের অনাবিল ঠান্ডা হাওয়া।

10 thoughts on “সম্পর্কহীন সম্পর্ক

  1. সুন্দর একটা বিষয়কে নির্বাচন করেছেন, এতে কবিতাটাআ দামি হয়ে ওঠেছে।

    এক নিঃশ্বাসে পড়ে ফেললাম।  এই কবিতায় শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ একটা প্রবাহ আছে। 

  2. সতত ব্যস্ততার মধ্যেও যে পাঠকদের সঙ্গ দিয়ে চলেছেন; তার জন্য শব্দনীড় গর্ব করতে পারে। অভিনন্দন প্রিয় মি. কাজী রাশেদ। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ভাই এটুকুই পারছি। অথচ আপনাদের লেখা পড়ার পর মন্তব্য করতে পারি না এ সত্যি দুঃখজনক

       

  3.  নিঃস্বার্থ ভালোবাসার মানুষগুলো কখনো হৃদয় থেকে হারিয়া যায় না।

    শুভেচ্ছা প্রিয় কবি মিঃকাজী রাশেদhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. প্রতিদিনের চলাফেরার নিত্য উঠাবসায়,
    জড়িয়ে থাকা জীবনের লেনদেনবিহীন
    এক জোবেদা খাতায়, লিখে যায় যতো
    বেদনাবিদুর উপকথা, লিখে যায় ভালো
    না বেসেও ভালোবাসার এক সহজ উপ্যাখ্যান। (কোট করলাম) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আমি সত্যি অনুপ্রানিত। ভালো লাগা আমাকে উৎসাহিত করে আরো এগিয়ে নিবে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।