রাত্রি’ র কাছে সুর্য চাওয়া

আমি রাত্রির কাছে সুর্যের আলো,
আমি মেঘাচ্ছন্ন আকাশে পূর্নিমার চাঁদ,
অথবা চৈত্রের দুপুরে হেমন্তের শীতল বিকেল,
চেয়ে চেয়ে পথ থেকে পথে হাটছি,
হাটছি–
এবং হাটছি,
আমি বার বার এমন করেই,
আমি বার বার আকাশ কুসুমেই,
কাটিয়ে দিলাম ক্ষনকালের এই জীবন।

হৃদয়হীনা নাকি বাস্তবতা,
স্বপ্ন নাকি শুধুই দিবাস্বপ্ন মাখা এই জীবন,
ভাবনার অলীকতা নাকি সত্যের অপ্রিয়তা,
ফিরে ফিরে আসা আমার প্রেম অথবা
আমার না পাওয়া ভালোবাসা,
প্রত্যাখ্যাত,
সুন্যতা আর সুন্যতায়।

হঠাত ভুলের মাশুল গোনার উছিলায়
কিম্বা চলে যাওয়া সময়ের দিকে
তোমার ফিরে ফিরে তাকানো,
আমাকে প্রত্যাখ্যানের আগুনে জ্বালিয়ে
ফিরে আসা তোমার সময় অথবা অসময়।

আমার রাত্রির কাছে সুর্য চাওয়ার
প্রত্যাশা,
আমার চৈত্রের দুপুরে শীতল হেমন্তের
বিকেল,
এক হৃদয়বতীর কাছে হৃদয়ের আকুলতা,
সব ফিকে হয়ে যায় তোমার নিরবতায়।

5 thoughts on “রাত্রি’ র কাছে সুর্য চাওয়া

  1. "ভাবনার অলীকতা নাকি সত্যের অপ্রিয়তা,
    ফিরে ফিরে আসা আমার প্রেম অথবা
    আমার না পাওয়া ভালোবাসা,
    প্রত্যাখ্যাত,
    শূন্যতা আর শূন্যতায়।" ___ এমন কবিতা আমার পছন্দ মি. কাজী রাশেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2.  

    নিরবতা একটি মোক্ষম হাতিয়ার 

    কবিতা ভালো লেগেছে কবি 

মন্তব্য প্রধান বন্ধ আছে।