ইচ্ছের ডালপালা

ইচ্ছে গুলো আজ নেই ইচ্ছে পুরণের ঘরে, মনের কুহকজাল বাস্তবতার বেড়াজালে নিত্য বন্দী।
পিপীলিকা যেমন ডানা চায় না,
তবু তো ডানার ইচ্ছে হয়,
সেই ডানাই হয়ে যায় মৃত্যু সমান।

ইচ্ছে গুলো আজ বড়োই বেমানান, বড়োই গোলমেলে, জীবনের
হিসেবের সাথে মিলে না কিছুতেই।

যাদের আশা ভরসার সমুদ্রে বসবাস,
যারা নিত্য দিনের পরিক্রমায়, শুধুই এগিয়ে চলে ইচ্ছে অনিচ্ছের ডানা মেলে, তারা সহজেই বলে দেয়,
আশা কখনোই ফুরায় না,
আশার কখনোই শেষ নেই।

যারা ইচ্ছের ফানুস উড়িয়ে,
আকাশের দিকে তাকিয়ে সাজায় নিজেদের ইচ্ছের ডালপালা,
বাস্তবতার কঠিন ঝাপটায়,
সব ইচ্ছে নদীগুলো একে একে
শুকিয়ে যায় জীবনের মাঝপথে, তখনো কি আশা থাকে অপার
সম্ভাবনা নিয়ে, জীবনের দরজায়?

7 thoughts on “ইচ্ছের ডালপালা

  1. কবিতার জন্য ধন্যবাদ কবি মি. কাজী রাশেদ। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. ধন্যবাদ কবি কাজী রাশেদ। আমার ব্লগেও আপনাকে স্বাগতম জানাই। আসবেন। :)

  3. ইচ্ছের ডালপালা, ভাল লাগার শেষ ছিলো না।শুভেচ্ছা জানিবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।