আমাদের আত্মনিয়ন্ত্রণ

———
কষাই আজকে সকাল উঠেই ছাগল জবাই করবে
হাতে উর লম্বা চাকু ,
কীসে উকে মানুষ জবাই করতে বাঁধা দেয়?
মুদি দোকান সিগারেট বিক্রি করবে
অনেক মানুষ উর কাছ থেকে সিগারেট কিনে খাবে
কিন্তু মুদি দোকানদান অধুমপায়ী?
কীসে উকে ধুমপান করতে বাঁধা দেয়?
বিষ বিক্রেতা বিষ বিক্রি করবে
কৃষক আজকে জমিতে সার ও বিষ ছেটাবে
হাত ভর্তি তার বিষে
কিসে কৃষককে ও দোকানীকে বিষ পানে বাধা দেয়?
হে আত্মনিয়ন্ত্রণ। প্রতিটি মানুষের কাছে কিছু
আত্মনিয়ন্ত্রণ জমা থাকে
ফলে কুলে দাড়িয়ে থেকেও সে পড়ে না
আর আত্মনিয়ন্ত্রণের বিষয়টা ভেবে প্রতিনিয়ত
অবাক হচ্ছি।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

2 thoughts on “আমাদের আত্মনিয়ন্ত্রণ

  1. কবিতাটি পড়লাম। বেশ মি. খালিদ মোশারফ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।