আমার অবাক শিশুটি


——
আমাকে অবাক করে আমার শিশুটি
কোন একটি ঠুনকো বিষয়কে নিয়ে ও হেসে ওঠে
সামান্য একটা জিনিস নেড়েই ওর শান্তি
একে বারেই গুরত্বহীন একটি বিষয়ের দিকে
ও চেয়েই রইবে
ও কোন দিকে হেটে যাবে ও যেন নিজেই জানে না
এক নিশ্বাসে ও ছুটে যাবে ওর মার কাছে
আবার আমার কাছে ফিরে আসবে

এই বড় পৃথিবীকে আমার তেমন কোন সম্পদ নেই
আমার একটিই সম্পদ –আমার শিশুকে দেখলে
আমার চোখ ভরে
ও আমার দিকে এক নিশ্বাসে ছুটে আসে
ও আমাকে খুব ভালবাসে।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

2 thoughts on “আমার অবাক শিশুটি

  1. বাবা’টার জন্য আমাদের ভালোবাসা রইলো। দীর্ঘায়ু হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. পিতার জন্য পুত্রই সম্পদ ! বাকি সব সম্পত্তি !
    আন্তরিক শুভকামনা ও ভালোবাসা কবিপুত্রের জন্য ! দীর্ঘায়ূ লাভকরুক আমাদের ভবিষ্যত !

মন্তব্য প্রধান বন্ধ আছে।