স্বর্গীয় অারণ্যক -২

স্বর্গীয় আরণ্যক-২
———-

ঠুনকো এক টুকরো মেঘের মত
আরণ্যক তুমি হারিয়ে গেলে
বলিষ্ঠ গোলাপের মত তুমি ফুঁটেছিলে
এখন তোমাকে পাওয়া যায় না খুঁজে

হেটে হেটে চলে গেলে আমাদের শহর ও গ্রাম থেকে
প্রতিদিন তোমার জন্য প্রিয়সী পথ চেয়ে থেকে

লোকালয় ও শহর ঘুরে ঘুরে
তোমার মত পাগোল একখান জোটেনি বলে
প্রিয়সি তোমার রয়ে গেল একা বসে

চারা গাছের মত মরে গেলে আরণ্যক
অকালে একটুকু পানি পাওনি বলে
নদীর মত চলে গেলে বেঁকে বেঁকে

প্রতিদিন তোমার কথা ভেবে ভেবে
আমাদের একখানি মেয়ে এখনো গসুল করেনি
খায়নি –আমরা তাকে পাগলি বলে ডাকি মাঝে মাঝে
জান আরণ্যক তোমার জন্য এখানে ভালবাসা আছে
চলে গেছ সময় মত মূল্য পাওনি বলে
অকালে একটু যত্ন পাওনি বলে

চলে এসো আরণ্যক আমাদের একখানি
পাগলি মেয়েটির কাছে।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

1 thought on “স্বর্গীয় অারণ্যক -২

  1. লিখাটি পড়ে মন আর্দ্র হয়ে উঠলো। বেদনা এবং আকুলতা মিশ্রণের লিখা।
    ভালো লিখেছেন কবি মি. খালিদ মোশারফ। ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।