ঈসা আ. ও মুহম্মদ সা. সেই কবে গেছ চলে

ঈসা (আ.) মুহম্মদ (সা.) সেই কবে গেছ চলে
—————–
আমাদের মনগুলোতে মরিচা ধরে গেছে
সত্যিকারের প্রভু, খোদা ভুলে গেছে
সেই কবে প্রিয় মুহম্মদ চলে গেছে
প্রিয় ইব্রাহিম, প্রিয় মুসা কবে চলে গেছে
আমাদের ধরাই হে প্রভু মুহম্মদের
হে প্রভু ইব্রাহিমের হে প্রভু তাওরাতের
প্রভু তুমি কোরআন ও যবুরের
আমরা ভুলে গেছি তোমার সত্যকে
কে পাঠাবে দয়া প্রভু, তুমি ছাড়া যে
হে মুহম্মদ, ঈসা, মুসা চলে গেছ সেই কবে
আমরা শান্তি পাচ্ছি না যে
আমাদের বুক ভরা কষ্ট, দুনিয়ায়
শান্তি এল না যে, কে পথ দেখাবে
হে মুহম্মদ তোমার কথা জানব বলে
ছুটে যায় দেশান্তর মক্কা মদিনাতে
সত্যকে জানব বলে যায় মন ছুটে যায়
কোরআন হাদিস ও খোদার সৃষ্টিতে
মুহম্মদ তোমার সময় যদি জন্ম নিতে পারতাম
ঈসা তোমার দুটো কথা যদি শুনতে পারতাম
ইব্রাহিম তোমার সত্য মুখখানা যদি দেখতে পারতাম
মুসা তোমার আরাধনা যদি দেখতে যেতে পারতাম
তাহলে মনে হয় আমাদের এরকম হত না
কি হল ঈসা, মুসা, মুহম্মদ আমাদের
সেই গেছ কবে চলে,আমরা খুব পড়ে মনে
আমরা পথ চেয়ে থাকি কবে যাব চলে
তোমাদের কাছে আসমানের উপরে
অন্ধকারাচ্ছন্ন সময়ে বসে তোমাদের জন্য
করি দোয়া, তোমাদের কথা পড়ি বসে বসে
কবে পাব আমরা মুহম্মদ, ঈসার মত নেতা
আমাদের ধরাধমে পৃথিবীতে প্রতি স্থানে
হয়ত সেইদিন আমরা শান্তি পাব
ঈসা, মুহম্মদের মত নেতার কথা শুনে
নেতৃত্ব ছায়াতলে, তাদের মত নেতার নেতৃত্বে
দাও প্রভু এই তোমার এই পৃথিবীতে
ঈসা, মুহম্মদ, মুহম্মদের মত নেতৃত্ব এনে।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

2 thoughts on “ঈসা আ. ও মুহম্মদ সা. সেই কবে গেছ চলে

  1. প্রার্থনার শাব্দিক উচ্চারণ অসাধারণ হয়েছে মি. খালিদ মোশারফ। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।