স্বর্গীয় আরণ্যক-১১
————
আরণ্যক জেনে রাখিস সে মেয়েটা তোকে
ভাল জেনেছে
আরণ্যক তোকে খুব যত্ন করে সে মেয়েটা
উপরে তুলে রেখেছে
আরণ্যক খুব কষ্ট পেয়েছিলি বুঝি!
তুই-ও কষ্ট পেতে জানিস তাহলে!
এখানে তোর দুটো কথা শুনবে বলবে
মেয়েটি তোর পাশে আড়ি পেতে থাকে
এখানে রৌদ্র বৃষ্টি অতিক্রম করে
তোর কাছে একটি মেয়ের দৃষ্টি ভেসে ওঠে
এখানে খাঁ খাঁ দুপুরে মেয়েটি তোর কাছে
অদৃশ্য হয়ে আসে
সেই মেয়েটি তোকে খুব ভাল জেনেছে
সে মেয়েটি তোকে যত্ন করে তুলে রেখেছে।
2 thoughts on “স্বর্গীয় আরণ্যক-১১”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আরণ্যক এবং সেই মেয়েটির জন্য রইলো শুভকামনা মি. খালিদ মোশারফ। শুভ সকাল।
সুন্দর।