…. কিছু একটা হবে…..
গোপন চোখের জল
মুখে হাসি ঝলমল
সঙ্গী হয় না কেউ
সাতসমুদ্রের ঢেউ।
অভিজাত সব অভিমান
হিসাব বিহীন স্লোগান
নগ্নতার উৎসবে আজ
অপেক্ষক এক প্রসবযান।
ভাটির টানে ঘুম চোখে তোর
উঠবি কবে জেগে
দিনের আলো নিভছে প্রায়
আসছে আঁধার ধেয়ে।
আসছে সময়, যাচ্ছে সময়
সময় কি তোর গরু
রাখবি বেঁধে কেমন করে
করবি কবে শুরু।
চোখ মুছে আজ উঠে দাঁড়া
অট্টহাসি মুখে
ব্যাঙ্গ হাসির তীর ঢুকে যাক
অসভ্যতার বুকে।
_________________
………. এটা কোন কবিতা নয়, কিছু একটা লিখতে ইচ্ছা করছিলো তাই…….
আসছে সময়, যাচ্ছে সময়
সময় কি তোর গরু
রাখবি বেঁধে কেমন করে
করবি কবে শুরু।
এখানে গরু আর শুরু ক্যামন জানি লাগলো আমার নিকট, সময়ের সাথে গরু যায় কি? একটু ভেবে দেখবেন ভাই। এই এক জায়গা ছাড়া বাকি সবটুকু ভালো লেগেছে।
“আসছে সময়, যাচ্ছে সময়
সময় কি তোর গরু
রাখবি বেঁধে কেমন করে
করবি কবে শুরু।”
”সময় কি তোর গরু”- মানে হলো গরুকে চাইলেই আপনি দরি দিয়ে বেঁধে রাখতে পারেন যেন অন্য কোথায় না যায় এবং প্রয়োজনে হাতের কাছেই পাওয়া যায় , কিন্তু সময়কে সেই ভাবে বেঁধে রাখা যায় না। কথাটি উপমা হিসাবে ব্যাবহার করা হয়েছে।
যেমন কথায় আছে ”ও তো আমার গোয়াল ঘড়ের গরু” মানে তাকে যখন যেমন করে চাই তেমন ভাবেই পাবো।
মন্তব্যর জন্য ধন্যবাদ ও শুভকামনা থাকলো ভাই।
‘নগ্নতার উৎসবে আজ …
সকল কিছুই যেন অপেক্ষক এক প্রসবযান।’
কথাটির সাথে সহমত পোষণ করি মি. খেয়ালী মন। চলুক যেখানে যেমন কিছু।
ধন্যবাদ ভাই
শুভকামনা থাকলো।