আমাদের সব কিছু
আমাদের সব সম্ভাবনায় অসম্ভবের ভার
চেনা জানা সরল পথে জমে আছে ক্ষার।
আমাদের সব নগ্ন ছবি চার দেয়ালের কাছে
আটকে থাকে কাঠের ফ্রেমে যুক্তি বিহীন ছাঁচে।
আমাদের সব দুঃখ গুলো তাঁতীর তাতে বোনা
দিন রাত্রি ঘটাং ঘটাং শব্দ যাবে শোনা।
আমাদের সব ভাবনা গুলো আকাশ কুসুম ভয়ে
জ্বলে থাকে আকাশেতে দূরের তারা হয়ে।
আমাদের সব ভালোবাসা ব্যাংকে ডিপোজিট
কথার ফাঁকে আটকে থাকে শক্ত কোন গিট।
আমাদের সব সুখ গুলো আজ উড়াল পাখির ডানায়
ঘুরতে বের হয় আকাশ নীলে দূরের অজানায়।
আমাদের সব উচ্ছলতা তপ্ত বালুর বুকে
পায়না ভাষা নীরবতায় দু’জনারই মুখে।
আমাদের সব অবহেলা বারো বছর পরে
একই সাথে বসত করে তোমার আমার ঘরে।
_____________________________
** নীচের লাইন থেকে উপরে অথবা উপর থেকে নীচে …
… যে ভাবেই পড়েন কথা কিন্তু একই।
_____________________________
আপনার লেখা আমার কাছে বেশ ভাল লাগে কবি দা।
নীচের লাইন থেকে উপরে অথবা উপর থেকে নীচে … যে ভাবেই পড়েন কথা কিন্তু একই। ___ পাদটীকায় এমন সরল স্বীকারোক্তি এবং সততা আসলেই বিরল।