কেউ দেখেনি

কেউ দেখেনি

বুঝেও না ফিরে তাকানো মাঝে একটা ভালো লাগা থেকে যায়;
স্মৃতিপথ রামধনু হয়ে বৃদ্ধ বয়সে ঘোর লাগা ঘোলাটে চোখে কষ্টের ভার লাঘব করে।
ঘরের মধ্যে যে যন্ত্রণার কারাগার থাকে, তা থেকে রেহাই পেতে বাজারের থলে হাতে কিংবা রান্নাচড়ানো।
সবটাই তোমার শেখানো পিতামহ আমারা শুধুই বহন করি আর গন্তব্যলোকে পৌছে দেই।
আমার ভার বহন করার ক্ষমতা না থাকলে তোমাদের বড় হতে দিতাম না, তোমরা ভার বহন করার হারিয়ে
আমাকে বুড়ো হতে দেবে না। আমার অপরাধ আমি ছেড়ে দেইনি, তোমার অপারগতা তুমি বুঝতে পারনি কিংবা বোঝাতে পারনি।
কাকে কাকের মাংস খায় না বলে জানতাম
আমি কাকে দোষ দেবো
সময়?

না সে তো নিয়মে খাঁচায় আটকানো উড়াল পাখি
যে সত্য বিধানের বাইরে জায়গা করে নেয় একদিন সেই দাম্ভিকতা নিজেকেই খেয়ে নেয় অজগরের মত।
নিয়ম ভাঙ্গার নিয়মরক্ষায় যে খেলা চলছে তার কতটা হিসাব রাখে জগতের হিসাব রক্ষক
বুঝেও চোখ বুজে বসে থাকা ছাড়া কারো কিছু করার ইচ্ছে নেই।
বুঝেও না ফিরে তাকানোর মধ্যে একটা ভালো লাগা থেকে যায়, কাকের চোখ বুঝে খাবার গুজে রাখার মত একটা ভালো লাগা।

2 thoughts on “কেউ দেখেনি

  1. 'যে সত্য বিধানের বাইরে জায়গা করে নেয় একদিন সেই দাম্ভিকতা নিজেকেই খেয়ে নেয় অজগরের মত।
    নিয়ম ভাঙ্গার নিয়মরক্ষায় যে খেলা চলছে তার কতটা হিসাব রাখে জগতের হিসাব রক্ষক।' ___ জীবন বোধনের অসাধারণ শাব্দিক প্রকাশ। গুড জব বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।