এবং পাথর

এবং পাথর

ঈশ্বর কিছুই জানেন না;
জানবার মত কোন শক্তি
তার আর অবশিষ্ট নেই,
যা তিনি হারিয়েছেন
বিবেক আর বুদ্ধির কাছে।

পরাজিত কোন ধর্ম পথের
সৈনিক তাই তাকে অভিশাপ দেয়;
নেলসন বা নজরুল এর মত
অনেকেই একদিন ঈশ্বর হয়ে বেচে উঠবে
যেখানে ঈশ্বর হবে পাথরের উপমা।

_______________________
শুক্রবার, ১১/০৬/২০১০ – ১৮:১৪)

8 thoughts on “এবং পাথর

  1. অসাধারণ শাব্দিক প্রক্ষেপণ। অভিনন্দন প্রিয় কবিবন্ধু খেয়ালী মন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।