কাল্পনিক- ১

দেখেছি প্রশস্ত পরিবারে ভাঙ্গনের দাগ
সবুজ ঘাসের বুকে হলুদ ডোরা কাটা শাড়ি।
সকালে ঘুম থেকে জেগে এক কাপ চায়ের সাথে
দুটো টোস্ট বিস্কুট এখন আর হয় না, বিস্মৃতির তরোয়াল
কেটে দু-ভাগ করে তেপান্তরের মাঠ, ঘরের খাট, খাবার টেবিল
আর পাশের সঙ্গিনী, চুম্বনের দাগ বয়স কালে বেশ বিভ্রম ধরায়,
কীর্তনখোলার তীরে বেহুদা হাতে হাত ধরে পাশাপাশি ….।

মেঘ নামে বিকেলের অলোয়
জেনেছি, আমার স্মৃতিরা কোথাও বসবাস করে না;
নদীর ঘোলা জলে ডুব সাতার চলতে পারে
পাহাড়ের পথেও মানুষ হাটে শুধু সৌখিনতায়
তবুও লাল ডাকবাক্স গুলোতে জমে না চিঠির স্তুপ,
তোমাকে আর খুঁজে পাই না
ভাঙ্গাচোরা ঘরদোর এর মধ্যে।

5 thoughts on “কাল্পনিক- ১

  1. মেঘ নামে বিকেলের অলোয়
    জেনেছি, আমার স্মৃতিরা কোথাও বসবাস করে না;
    নদীর ঘোলা জলে ডুব সাতার চলতে পারে …

    ক্লাসিক কবিতার গড়নই ভিন্ন। অভিনন্দন বন্ধু খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সুন্দর কবিতা প্রিয় কবি খেয়ালী মন ভাই। 

  3. লেখাটির মধ্যে কোথায় যেন অসাধারণত্ব লুকিয়ে আছে প্রিয় মন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. লিখাটি পড়লাম কবি খেয়ালী মন। 

  5. চুম্বনের দাগ বয়স কালে বেশ বিভ্রম ধরায়,
    কীর্তনখোলার তীরে বেহুদা হাতে হাত ধরে পাশাপাশি ….। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।