লিরিকস -৩

বন্ধু তোর নিঃশ্বাস যদি ভারী কিছু টানে
বুকের পাঁজরে ক্ষয় এর আবরণে
সরে গিয়ে দায় থেকে মুক্তি কি মেলে
চলে আয় চলে আয় ভাগ করি
কষ্টের কথন, চলে আয় চলে আয়
এক সাথে চেয়ে দেখি নক্ষত্র পতন

বন্ধু তোর চোখের পাতা যদি ভিজে যায়
অকারণ কোন কারণে
আয় ভালোবাসার আবরণে উল্লাসে মাতি
সেই অশ্রু বিসর্জনে
জানি নোনা জল সেতো যায় না
পান করা তবু
সেই জলেই বুক ভার করা কথোপকথন
সেই জলেই ভরা সাগর আর পাষানের মন

বন্ধু আয়, আয় না একবার কাছে
চলে যাই সেই সব দিনে
যেখানে পাঠশালার পথে
চড়ুই পাখি বাসা
নিজেদের উচ্ছাস আর মায়ের বকুনি ডাকে
আগামী দিনের আশা
নিতান্ত নাবালক নির্দোষ কথার মালায়
আবার সাজাই জীবন
হাটি পাশাপাশি।

7 thoughts on “লিরিকস -৩

  1. খুবই সহজ এবং সরল অনুভূতির চমৎকার বহির্প্রকাশ বন্ধু খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ভাঙ্গা গড়ার মাঝেই জীবন। এই একটি জীবনের সবচেয়ে সেরা সম্পদ হচ্ছে বন্ধুত্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. আপনার প্রতিটি কবিতা পড়ার সুযোগ হয়। গড়পড়তা মিলিয়ে আপনার চেষ্টা অসাধারণ লাগে। শুভেচ্ছা জানবেন খেয়ালী ভাই। :)

  4. বন্ধুত্ব। চলতি বাস্তবতায় অসম্ভব একটি সম্পর্কের নাম। শুভকামনা প্রিয় মন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif  

  5. গীতি কবিতাটি পড়লাম খেয়ালী মন ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।