নন্দিত দুঃখবোধ

Melicope

পাল্টে যাওয়া নদীর শরীর আজ
জোয়ার ভাটায় মাটির শরীর ভাঙ্গে,
অঙ্গনে থাকা কনক সুগন্ধ হৃদয়;
থেকে থেকে সুখের স্বপ্ন আঁকে।
স্বপ্নে দেখা সকল সুখের দিন
বসবাস করে প্রলয় জতুগৃহে
সব সুখ বন্দী হয় না খাঁচায়
কিছু ভালোবাসা শব হয়ে যায় ভুলে।

অতলান্ত শব্দের গভীরতায়
জীবন তৃষ্ণা আঁধারের পথে চলে,
বিভাজন যতটা সহজ মনে হয়
জীবন বৃক্ষের পাতা ততটা সবুজ নয়;
তবুও চিন্তার আগুন দাবানল হয়ে জ্বলে
পোড়ায় বনানী বুকের গহীন তলে।

চিতার ছাই আজো ভেসে যায় জলে,
পেয়ে যায় পথ অজানা স্রোতের টানে
চিন্তার আগুন যতটা পোড়ায় মন
ভস্ম জমে না হৃদয়ের গৃহ কোণে।

গঙ্গার জল যতটা প্রাণ পায়
পা’য়ে বাঁধা থাকে হাজার বিদায়ের ব্যথিত কান্নার সুর
গল্পের ছবি সর্বদা মিলন রেখায়
বাস্তবতা, অতলান্ত ভালোবাসার চাষ ভূমি;
সুখের সাথে দুঃখ’ও থাকে মধুর।
=========================♥

2 thoughts on “নন্দিত দুঃখবোধ

  1. কবিতাটির কয়েকটি ছত্র আমার কাছে অসাধারণ লেগেছে প্রিয় কবিবন্ধু। শুভেচ্ছা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।