সত্যের আধারে অভিমান

2698

মুক্তাগুলো অশ্রু হলো আজ
পরবে কোথায় ময়ূরকণ্ঠী হার?
চোখের কোণে এক সাগরের জল
হৃদয় তবু সাগর জাহাজ খোঁজে।

পাল ছেঁড়া সেই জাহাজ সাগর জলে
খুঁজেফিরে ছোটো কোনো দ্বীপ,
কম্পাসটি তার কাজ করে না আজ
কী লাভ বলো অভিমানী হলে?

ফুলের বুকে লুকিয়ে থাকা ভ্রুণ
পায় কী সদা মেঘপরীদের দেখা?
কিছু মানুষ একলা জীবন খোঁজে
মরূদ্যানে হাঁটে একলা একা।

বীণাবাদক হারায় যদি সুর
কিংবা ধরো ছিন্ন বীণার তার
কী করে সে গাঁথবে বাসর মালা?
তারচেয়ে ভালো যাও অভিমান ভুলে
প্রেম মানেই বিষবৃক্ষের জ্বালা।

কী হবে আর অভিমানী হয়ে
অস্তাচলে শুকিয়ে গেছে ফুল,
উপায় বিহীন শর্ত যত ছিলো
স্রোতে ভেসে হারিয়েছে তার কূল।

গেঁথো না আর হীরক কুচির মালা
মুছে ফেলো চোখের শুভ্র জল,
অভিমানের সকল শীলালিপি
সত্যের আধারে ফিরে পাবে সব
খসে পড়া সম্বল।

ছবির গিয়ারঃ ক্যানন ৬০ডি

2 thoughts on “সত্যের আধারে অভিমান

  1. বীণাবাদক হারায় যদি সুর
    কিংবা ধরো ছিন্ন বীণার তার
    কী করে সে গাঁথবে বাসর মালা? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।