প্রাণ আছে

index

প্রাণ আজও আছে বলে
খিদের অবিনাশী পাত্রে শব্দ ওঠে – ভাত দে – ভাত দে – ভাত
কালো ছায়ার ফেনা মাথার উপর দাঁড়িয়ে
তিনপা মাপার নিপাট অভিনয়ে
দাবি করছে সমস্ত রাজপাট।
আমি বিশ্বাস করিনি সে সর্বগ্রাসী রূপ,
দেখি বন্ধুদের চোখে জাগিয়ে তুলেছে সেই ছায়া।
এরপর আর কোন্ কররেখায় মাপি আলো?

এই ঘনঘোর রাতে এসেছি হেঁতালের বনে,
ভেবেছি ভালো হবে
লোহার বাসরঘরের সব ছিদ্র বেঁধে ফেলবে
অশ্রু লুকিয়ে তৃতীয় নয়নে
সব পাপ, সব ভোগবন্দনার মানুষী লোভ
ভেঙে দেয় বেঁধে বেঁধে থাকার সব শেকল।
লুকোনো অশ্রু এবার আগুন জ্বালো

জৈষ্ঠ্যের দায়হীন আঁধারে পুরোনো নদীজলে
ডুবিয়ে দিই অহঙ্কারী উপবীত, তবু আছে আমারও দায়
আর কেউ যেও না – আর কেউ যাবে না অসময়ে
ভাতের হুতাশে বা মারীর গ্রাসে
দেখে যেতে চাই –
সব রঙিন অক্ষর আকাশ সাজায়।

2 thoughts on “প্রাণ আছে

  1. আমি বিশ্বাস করিনি সে সর্বগ্রাসী রূপ,
    দেখি বন্ধুদের চোখে জাগিয়ে তুলেছে সেই ছায়া।
    এরপর আর কোন্ কররেখায় মাপি আলো?

    অনেক অনেক সুন্দর একখানা কবিতা প্রিয় কবি। শব্দনীড়ে আপনাকে স্বাগতম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।