জানলা খুলে ফেলেছি। সামনে লাফিয়ে উঠল তুষারের দেশ।
আর তুষার ঢাকা গাছে একটি হলদে বৌ অনেক বৈভব নিয়ে এসে বসল বেশ!
বৃষ্টি হলেই তো সে আসে বলে জানি।
তবে কি আশা আছে বউঠাকুরাণী?
পাত পেড়ে আবার বসব ঢলে পড়া দুপুরে পংক্তিভোজনে!
কান্নার ঝরনাগুলো আবার লাফিয়ে উঠবে আর সাত রঙ নেবে চিনে।
শুধু দিগন্তের কাছাকাছি উড়তে থাকা পাপিয়াটি একবার প্রকটিত হও,
শুধু একবার বলো, বউ, কথা কও!
চমৎকার ভাব বোধনের কবিতা উপহার দিয়েছেন প্রিয় কবি। শুভ সকাল।
বেশ ভাবনান্তর কবি দিদি