শুভ জন্মদিন

শুভ জন্মদিন
লক্ষ্মণ ভাণ্ডারী

এসো হে পঁচিশে জানুয়ারী! পুনর্বার,
শুভবার্তা পৌঁছে দাও কর্ণে সবাকার।
আজিকার দিনে মোর হইল জনম,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।

শীতের কুয়াশা যত কাটুক এবার,
পুলক জাগুক মনে আজি সবাকার।
বসন্তের আগমনে কবি আজি কয়,
মনে দাও সুখ শান্তি, সাহস দুর্জয়।

পুলকিত ধরা আজি শুভ জন্মদিনে,
আলোময় সারাবিশ্ব আঁধার বিহনে।
তরুশাখে বিহগেরা করিছে কুজন,
সোনালী কিরণ আজি ছড়ায় তপন।

এসো হে পঁচিশে জানুয়ারী বারেবার,
মুছে যাক সব কালো কাটুক আঁধার।
শীতের জড়তা যত কাটুক এবার,
আনো কঠিন উত্তাপ বসুধা মাঝার।

শুভ জন্মদিন আজি সকলেই কয়,
আপনবেগেতে হেরি বহিছে অজয়।
শুভেচ্ছার বিনিময়ে দিন হয় শুরু,
সবাকারে তাই আমি কহি জয়গুরু!

ঘন ঘন আসে বার্তা কেহ ফেসবুকে,
শুভ জন্মদিন কেহ কহে হাসিমুখে।
শুভ জন্মদিন যেন আসে বারেবার,
সৃষ্টি হোক নব-রূপে নব কবিতার।

কবিতার আসরের যত কবিগণ,
শ্রদ্ধা আর নমস্কার করুন গ্রহণ।
এসো হে পঁচিশে জানুয়ারী বসুধায়,
লিখেন লক্ষ্মণ কবি তাঁর কবিতায়।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

6 thoughts on “শুভ জন্মদিন

  1. শুভ জন্মদিন কবি মি. লক্ষ্মণ ভাণ্ডারী।
    শব্দনীড় এ আপনাকে সুস্বাগতম। দীর্ঘজীবি হোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শব্দনীড়ে পদার্পন করে আপনাকে পাশে পেয়ে আমি গর্বিত, আমি আনন্দিত।

      সাথে থাকুন, পাশে রাখুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

      প্রিয়কবিকে আন্তরিক শ্রদ্ধা বিনয়ের সঙ্গে জ্ঞাপন করছি।

      জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

  2. শুভ জন্মদিন লক্ষ্মণ ভাণ্ডারী দা।
    ভালো লাগছে আপনাকে শব্দনীড়ে দেখে। স্বাগতম এবং ভালোবাসা জানাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    অফটপিক : যে কোন লেখকের একটি লেখা শব্দনীড়ের প্রথম পাতায় থাকলে সেটা দ্বিতীয় পাতায় অথবা ২৪ ঘন্টা না পেরুলে একই লেখকের দ্বিতীয় লেখা প্রকাশিত হয় না। কথাটি এই জন্য বললাম কারণ কিছুক্ষণ আগে আপনার তিনটি লেখা দেখেছিলাম। Smile

    কোন লেখা প্রস্তুত হয়ে গেলে খসড়া বাটনে ক্লিক করে রেখে দিবেন। মডারেটর সময় মতো প্রকাশ করে দেবেন এমনটাই দেখে এসেছি।  

    1. প্রতিদিন মাত্র একটা কবিতা প্রকাশ দেব। কথা দিলাম।

      শব্দনীড়ে পদার্পন করে আপনাকে পাশে পেয়ে আমি গর্বিত, আমি আনন্দিত।

      সাথে থাকুন, পাশে রাখুন। শুভেচ্ছা অনন্ত । ভালো থাকুন।

      জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

  3. শব্দনীড়ে স্বাগতম কবি লক্ষ্মণ ভাণ্ডারী দা। জন্মদিনের শুভেচ্ছা জানুন। :)

  4. সুন্দর মন্তব্যে আবেশিত হলাম। দিন শুভ হোক আপনার। 

    প্রিয়কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

    সাথে থাকুন, পাশে রাখুন।

    কবিতা লিখুন ও কবিতা পাঠ করুন।

    জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।