গাছেগাছে পাখি ডাকে
লক্ষ্মণ ভাণ্ডারী
গাছেগাছে পাখি ডাকে
হরষিত অন্তর,
গাঁয়ে আছে আটচালা
মাটির কুঁড়েঘর।
গাঁয়ে আছে ছোট নদী
অজয়নদী নাম।
অজয়ের এপারেতে
আমাদের গ্রাম।
পূবের আকাশে ওঠে
প্রভাতের রবি,
সোনালী আলোয় হেরি
অজয়ের ছবি।
গাঁয়ের রাখাল চলে
গরু নিয়ে মাঠে,
দুধারে ধানের খেতে
চাষীরা ধান কাটে।
দুপুর হলে নাইতে আসে
পাড়ার বধূরা সবে,
হৃদয়েতে পুলক জাগে
বিহগের কলরবে।
আম বাগানেতে জুটে
পাড়ার যত ছেলে,
দৌড়াদৌড়ি করে সবে
সারাটা দিন খেলে।
সন্ধ্যার পরে সব ছেলে
ফিরে আসে বাড়ি,
রাঙাপথে উড়িয়ে ধূলো
আসে তাড়াতাড়ি।
রাতের আকাশে গাঁয়ে
চাঁদ তারা হাসে,
অজয়ের বালির চর
জোছনায় ভাসে।
শব্দনীড়ে আপনার পদ্য গুলোন এখন সবচেয়ে জনপ্রিয় বলে মনে করি কবি দা।
আন্তরিক ধন্যবাদ জানবেন আমার প্রিয়জন
একরাশ মুগ্ধতা নিয়ে গেলাম প্রিয় কবি দা। অনেক সুন্দর।
কবিতায় অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি মি. ভাণ্ডারী।
সুন্দর।
পদ্য ভালো লাগে।
ছন্দে ছন্দে এক ভালোলাগা কবিতা পড়লাম। সত্যি অসাধারণ লাগলো। শ্রদ্ধেয় লক্ষ্মণ ভাণ্ডারী দাদাকে অজস্র ধন্যবাদ ।