পরম শান্তির ঠিকানা
লক্ষ্মণ ভাণ্ডারী
ঠাকুর তোমার রাঙা চরণ-যুগল
পরম শান্তির ঠিকানা,
পুষ্পার্ঘ দিয়ে তাই রোজ সকালে
করি শ্রীচরণ- বন্দনা।
সবার চেয়ে বেশি করে আমি
তোমাকেই বাসি ভালো,
আঁধারভরা জীবনে মোর তাই
পেলাম সুখের আলো।
তোমার রাতুল চরণ-যুগল
বক্ষে ধারণ করি,
তোমার নামে ভাসালাম তাই
আমার জীবন তরী।
জীবনে চলার পথে ঠাকুর
তুমি মম ধ্রুবতারা,
তোমার নামে তোমার গানে
তাই আমি আত্মহারা।
তোমার চলন তোমার বলন
তোমার মতন করা,
তোমার নামে কাটে বাধা ভয়
শোক তাপ ও জরা।
নামে কাটে বিপদ বিঘ্ন আর
দুঃখ কষ্ট দূরে যায়,
অন্তিমেতে পাই যেন ঠাকুর
তোমার শ্রীচরণে ঠাঁই।
অজস্র শুভকামনা প্রিয় কবি লক্ষ্মণ ভাণ্ডারী। জীবনের সবচেয়ে বড় কাজ সাধনা।
অফুরান শুভেচ্ছা।
ঠাকুর তোমার রাঙা চরণ-যুগল
পরম শান্তির ঠিকানা,
পুষ্পার্ঘ দিয়ে তাই রোজ সকালে
করি শ্রীচরণ- বন্দনা।
প্রণাম প্রিয় কবি দা।