অজয়ের গান

অজয়ের গান
লক্ষ্মণ ভাণ্ডারী

গাহি অজয়ের গান।
অজয়ের বাঁকে আম্র-তরুশাখে কোকিলের কুহুতান।

অজয়ের ঘাটে প্রভাতের রবি প্রতিদিন দেখি উঠে,
মাথায় পসরা লয়ে যাত্রীরা খেয়া-ঘাটে আসে ছুটে।
কত গরুগাড়ি আসে সারিসারি নদীঘাটে এসে থামে,
ঘোমটা মাথায় নীল বেনারসী গায় নববধূ ঘাটে নামে।

বলাকার দল নদীর চরে আসে পাখা মেলে উড়ে উড়ে,
শঙ্খচিল উড়ে আকাশের বুকে বাজে বাঁশি মিঠে সুরে।
শাল পিয়ালের বনে বনে ঐ সাঁওতালীরা বাজায় মাদল,
নদীর ঘাটের কাছে বটগাছ আছে সুশীতল নদীর জল।

রাঙা চেলি পরা, গাঁয়ের বধূরা জল নিতে আসে ঘাটে,
পড়ে আসে বেলা দিবসের খেলা সূর্য বসে শেষে পাটে।
আঁধার ঘনায় অজয় কিনারায় নদী বয়ে যায় কল কল,
চাঁদ তারা হাসে রাতের আকাশে জোছনায় নাচে জল।

গাহি অজয়ের গান,
অজয়ের ঘাটে, মৌন রাতি কাটে, দিবস হলে অবসান।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

8 thoughts on “অজয়ের গান

  1. গাহি অজয়ের গান,
    অজয়ের ঘাটে, মৌন রাতি কাটে, দিবস হলে অবসান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সুন্দর মন্তব্য প্রদান করে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলেন।
      সাথে থাকবেন এটা প্রত্যাশা করি।
      সশ্রদ্ধ অভিনন্দন সহ।
      বিনীত কবি।

  2. ভালোবাসায় গাহি অজয়ের গান, গাহি অজয়ের গান কবি ভাণ্ডারী দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সুন্দর মন্তব্য আপনার হৃদয় ছুঁয়ে যায় কবি।
      সাথে থাকবেন এটা প্রত্যাশা করি।
      আন্তরিক অভিনন্দন সহ।
      বিনীত কবি।

  3. অজয় নিয়ে আপনার প্রায় প্রতিটি লেখাই আমার ভালো লেগেছে। শুভকামনা কবি। 

    1. সহৃদয় মন্তব্য আপনার হৃদয় ছুঁয়ে যায় প্রিয়কবি।
      অজয় নদীর কাব্য পর্বে পর্বে প্রকাশিত করার
      ইচ্ছা আছে। মতামত জানালে বাধিত হবো।
      সাথে থাকবেন এটা প্রত্যাশা করি।
      আন্তরিক অভিনন্দন সহ।
      বিনীত কবি।

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম। শুভেচ্ছা রইল।
      অজয় নদীর কাব্য পর্বে পর্বে প্রকাশিত করার
      ইচ্ছা আছে। মতামত জানালে বাধিত হবো।
      সাথে থাকবেন এটা প্রত্যাশা করি।
      আন্তরিক অভিনন্দন সহ।
      বিনীত কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।