প্রভাতে পাখিরা ডাকে
লক্ষ্মণ ভাণ্ডারী
প্রভাতে পাখিরা ডাকে,
আমাদের গাঁয়ে, রাঙাপথ বাঁয়ে সবুজ তরুর শাখে।
গ্রাম সীমানায় নদী বয়ে যায় এ গাঁয়ের পাশ দিয়ে,
গাঁয়ের বধুরা জল নিয়ে যায় কাঁখেতে কলসী নিয়ে।
সকাল হতেই এ গাঁয়ের পথে চলেছে গরুর গাড়ি,
আম কাঁঠালের বন পথ ধরে তালগাছ সারি সারি।
নয়ন দিঘির সুশীতল জলে মরাল মরালী ভাসে,
নয়নদিঘিতে সাঁতার কাটতে পানকৌড়ি হেথা আসে।
বটের ছায়ায় বাউলেরা গায় একতারা লয়ে হাতে,
লয়ে সব্জি বোঝা পথ চলে সোজা হাটুরে চলেছে হাটে।
নদী কিনারায় পড়ে আসে বেলা সূর্য যায় অস্তাচলে,
সূর্য ডুবে যায় ফিরিছে বাসায় সাদা বক দলে দলে।
নদীর ঘাটেতে নামিল আঁধার নির্জন নদীর ঘাট,
দিবসের শেষে সাঁঝের বেলায় ভেঙে যায় সেই হাট।
পাখিরা বাসায় ফেরে,
খেয়াঘাটে বাঁধা ঘাটে নৌকাখানি মাঝি চলে গেছে ঘরে।
প্রতি উত্তরের আশায় বা মন্তব্য পাওয়ার প্রত্যাশায় মন্তব্য করবেন না। কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্য সময়ের অভাবে অথবা প্রয়োজনবোধে কবি প্রতিটি মন্তব্যের প্রত্যুত্তর নাও দিতে পারেন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
ধন্যবাদ।