জীবন তরী ডুববে যেদিন দিবসের অবসানে,
রক্তমাংসের দেহটাকে জ্বালিয়ে দেবে শ্মশানে।
সারাজীবন মানুষকে তুমি করলে কত ছলনা,
সময় থাকতে মধুর নাম মুখে কেন বল না?
জীবন-প্রদীপ নিভবে যেদিন কাঁদবে প্রিয়জন,
গলে দেবে ফুলের মালা আর কপালে চন্দন।
দুই চোখে তুলসীর পাতা ছড়াবে গঙ্গার জল,
অঙ্গে দেবে সাদা কাপড় কাঁদবে আত্মীয়সকল।
জীবন সন্ধ্যা আসবে কবে কেহ নাহি জানে,
নিষ্প্রাণ দেহটাকে সবে নিয়ে যাবে শ্মশানে।
দু’দিনের তরে ভবে আসা মিছেই কর আশা
শ্মশান ঘাটে শেষ বিছানায় কাঁদে ভালবাসা।
জন্ম নিলে মরবে একদিন জীবন মানে মরণ,
লক্ষ্মণ বলে সময় আছে ধর গুরুর রাঙাচরণ।
জন্ম নিলে মরবে একদিন জীবন মানে মরণ,
লক্ষ্মণ বলে সময় আছে ধর গুরুর রাঙাচরণ।
মহা সত্যের উচ্চারণ প্রিয় কবি দা।
শুভকামনা প্রিয় কবি ভাণ্ডারী ভাই। ভালো লিখা।
জন্ম নিলে মরবে একদিন জীবন মানে মরণ। খাঁটি কথা কবি দা।
সুন্দর কবিতা।
আমাদের জীবন ভাবনায় পরিবর্তন আসুক।