বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড
বৃষ্টি কবিতা-৪
লক্ষ্মণ ভাণ্ডারী
কালো মেঘ আকাশটাকে
রেখেছে আজকে ঢেকে,
রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে
আজকে সকাল থেকে।
বৃষ্টি পড়ে মুষল ধারায়
অজয় নদীতে বান,
একতারাতে মধুর সুরে
বাউল ধরেছে গান।
পথের বাঁকে কলসী কাঁখে
বৃষ্টি ভেজা রাঙাপথে,
রাঙা বধূ জল নিয়ে আসে
অজয়ের ঘাট হতে।
বৃষ্টিতে ভিজে পাখিরা সব
তরুর শাখায় বসে,
বৃষ্টিতে ভিজে চাষীরা সব
মাটিতে লাঙল চষে।
বৃষ্টি নামের মিষ্টি মেয়েটা
বৃষ্টিতে ভিজতে চায়,
না নিয়ে ছাতা বৃষ্টির দিনে
ভিজে ভিজে ঘরে যায়।
বৃষ্টি কাব্যের কবিতারা সব
বৃষ্টির দিবসে ভিজে।
বৃষ্টিকে নিয়ে কবিতা লিখে
লক্ষ্মণ ভাণ্ডারী নিজে।
বৃষ্টি নিয়ে ধারাবাহিক আপনার কবিতা সমূহ অসাধারণ এগুচ্ছে। ভালো লাগছে।
“বৃষ্টি নেমে আসুক অশান্ত হয়ে এই বসুধার বুকে।”
সজীবতা ফিরে আসুক উষর মাটিতে।
মেতে উঠুক সবার প্রাণ।
আমার আপনার সবাকার।
আসুক বৃষ্টি মুষলধারায়।
বৃষ্টির সাথে সাথে এগিয়ে চলুক আমার ধারাবাহিক বৃষ্টির কবিতা।
সহযোগিতা কামনা করি। আন্তরিকায় ধন্য করে তুলুন- এটা প্রত্যাশা করি।
আপনার সুন্দর মন্তব্য আমাকে প্রেরণা দেয়।
সাথে থাকবেন, এটা প্রত্যাশা করি।
জয়গুরু!
সুন্দর বৃষ্টি পদ্য। অভিনন্দন রইলো কবি।
“বৃষ্টি নেমে আসুক অশান্ত হয়ে এই বসুধার বুকে।”
সজীবতা ফিরে আসুক উষর মাটিতে।
প্রকৃতি সবুজের রং মেখে নেচে
উঠুক বৃষ্টির গানে ।
আসুন প্রিয়কবি বৃষ্টি ভেজা কবিতার সাথে আমাদের হৃদয়ও
সিক্ত হয়ে উঠুক আন্তরিকতায়। সহযোগিতা কাম্য।
আপনার সুন্দর মন্তব্য আমাকে প্রেরণা দেয়।
সাথে থাকবেন, এটা প্রত্যাশা করি।
জয়গুরু!
খুবই সুন্দর লিখেছেন প্রিয় কবি। অনেক অনেক শুভকামনা রইল।
পাতায় সুস্বাগতম।মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
সর্বদাই সাথে থাকবেন।
প্রত্যাশা রাখি।
জয়গুরু!
পথের বাঁকে কলসী কাঁখে
বৃষ্টি ভেজা রাঙাপথে,
রাঙা বধূ জল নিয়ে আসে
অজয়ের ঘাট হতে।
অজেয় প্রিয় অজয় নিয়ে কবিতা। ভালো না লেগে উপায় নেই কবি। ভালোবাসা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
সর্বদাই সাথে থাকবেন।
প্রত্যাশা রাখি।
জয়গুরু!
বৃষ্টির কাব্য ভালো লাগে।
আপনার ভালো লাগা আমার এগিয়ে চলার প্রেরণা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
সর্বদাই সাথে থাকবেন।
প্রত্যাশা রাখি।
জয়গুরু!
বুঁদ হয়ে পড়লাম প্রিয় কবি দা।
আজকে বৃষ্টিকাব্য দ্বিতীয় খণ্ড বৃষ্টি কবিতা ৫ প্রকাশিত হয়েছে।
পাঠ করার অনুরোধ রইলো প্রিয় কবিবোন আমার।
সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
সর্বদাই সাথে থাকবেন।
প্রত্যাশা রাখি।
জয়গুরু!
মুগ্ধতা রাখলাম কবি।
আজকে বৃষ্টিকাব্য দ্বিতীয় খণ্ড বৃষ্টি কবিতা ৫ প্রকাশিত হয়েছে।
পাঠ করার অনুরোধ রইলো প্রিয় কবি দিদিভাই আমার।
সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
সর্বদাই সাথে থাকবেন।
প্রত্যাশা রাখি।
জয়গুরু!
বৃষ্টিতে ভিজে পাখিরা সব





তরুর শাখায় বসে,
বৃষ্টিতে ভিজে চাষীরা সব
মাটিতে লাঙল চষে।
বেশ লাগল কবি,,,,,,,,,,,,,,



পাতায় সুস্বাগতম। সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
আজকে বৃষ্টিকাব্য দ্বিতীয় খণ্ড বৃষ্টি কবিতা ৫ প্রকাশিত হয়েছে।
পাঠ করার অনুরোধ রইলো। সর্বদাই সাথে থাকবেন।
প্রত্যাশা রাখি। জয়গুরু!