বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড
বৃষ্টি কবিতা-৯
-লক্ষ্মণ ভাণ্ডারী
জল ঝরে সারাদিন সারা রাত ধরে,
পথ ঘাট নদী মাঠ জলে আছে ভরে।
থেকে থেকে শোনা যায় মেঘের গর্জন,
রিম ঝিম সারা দিন প্রবল বর্ষণ।
অজয়েতে এলো বান কানায় কানায়,
বাড়িঘর ভেঙে পড়ে জল ঢুকে গাঁয়।
অজয়ে এসেছে বান কূলে নাই কেউ,
নদীজলে ভেসে চলে কূল ভাঙা ঢেউ।
অবিরত বারি ধারা ঝরে অবিরল,
পথেঘাটে জল কাদা হয়েছে পিছল।
রাখাল বালক আসে নিয়ে গরুপাল,
ফিরিছে গাঁয়ের চাষী কাঁধে নিয়ে হাল।
অবিরাম বারি ধারা হয় বরিষণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।
জয় হোক কবিতার। জয় হোক।
সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম। আন্তরিকতায় মুগ্ধতা রেখে গেলাম।
আগামীকাল বৃষ্টিকাব্য দ্বিতীয় খণ্ড প্রকাশ দেওয়ার আশা রাখি।
সাথে থাকবেন। মন্তব্য প্রকাশ করে অনুপ্রাণিত করবেন
প্রত্যাশা করি। আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা সহ।
প্রিয়কবিকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
ধারাবাহিক ভাবে বৃষ্টি কবিতা পড়ে চলেছি। অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় কবি দা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম। আন্তরিকতায় মুগ্ধতা রেখে গেলাম।
আগামীকাল বৃষ্টিকাব্য দ্বিতীয় খণ্ড প্রকাশ দেওয়ার আশা রাখি।
সাথে থাকবেন। মন্তব্য প্রকাশ করে অনুপ্রাণিত করবেন
প্রত্যাশা করি। আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা সহ।
প্রিয়কবিকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
অভিনন্দন কবি মি. ভাণ্ডারী।
আন্তরিক কৃতজ্ঞতা বিনয়ের সঙ্গে জ্ঞাপন করি। আন্তরিকতায় অভিভূত হলাম।
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম আর প্রেরণা পেলাম।
আগামীকাল বৃষ্টিকাব্য দ্বিতীয় খণ্ড প্রকাশ দেওয়ার আশা রাখি।
সাথে থাকবেন। মন্তব্য প্রকাশ করে অনুপ্রাণিত করবেন
আজকের শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
অবিরাম বারি ধারা হয় বরিষণ, কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ। কবি'র প্রতি সম্মান।
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম আর প্রেরণা পেলাম। আন্তরিকতায় অভিভূত হলাম।
সাথে থাকবেন। মন্তব্য প্রকাশ করে অনুপ্রাণিত করবেন
আজকের শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
স্নাত হলাম কবি ভাণ্ডারী। অজয়ের জন্য ভালোবাসা।
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম আর প্রেরণা পেলাম। আন্তরিকতায় অভিভূত হলাম।
আগামীকাল বৃষ্টিকাব্য দ্বিতীয় খণ্ড প্রকাশ দেওয়ার আশা রাখি।
সাথে থাকবেন। মন্তব্য প্রকাশ করে অনুপ্রাণিত করবেন
আজকের শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
অসাধারণ বৃষ্টির কবিতা
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা রইল।
বিগত শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
সুন্দর।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম কবি দিদিভাই। আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা রইল।
বিগত শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!